Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার সত্যিই হাসপাতাল প্রতিষ্ঠায় সাহায্য করছেন রোনালদো


২৪ মার্চ ২০২০ ২৩:৩১

ক্রিস্টিয়ানো রোনালদো করোনাভাইরাস মোকাবিলায় নিজের হোটেলগুলোকে হাসপাতালে রূপান্তর করার নির্দেশ দিয়েছেন। এমন খবর গণমাধ্যম জুড়ে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে দেখা যায় খবরটি মিথ্যা। তবে এবার ক্রিস্টিয়ানো রোনালদো এগিয়ে এসেছেন করোনাভাইরাসে আক্রান্তদের সাহায্যের জন্য। পর্তুগালের দুইটি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র বা ইন্টেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) প্রতিষ্ঠার জন্য অর্থ প্রদান করছেন রোনালদো।

বিজ্ঞাপন

রোনালদো একাই নন, তার সঙ্গে যুক্ত হয়েছেন সুপার এজেন্ট জর্জ মেন্ডেসও। বিশ্বব্যাপী মহামারী আকার ধারন করা করোনাভাইরাসের বিপক্ষে লড়তে এগিয়ে এসেছেন এই দুই পর্তুগিজ। পর্তুগালের নর্থ লিসবন ইউনিভার্সিটি হাসপাতালের দু’টি এবং পোর্তোর সান  অ্যান্তোনিও হাসপাতালে নতুন করে একটি আইসিউ যোগ করা হচ্ছে। সংবাদ প্রতিষ্ঠান ইএসপিএন তাদের নিজেদের বরাত দিয়ে এমনটাই বলছে। এবং সেই সঙ্গে তারা জানিয়েছে আইসিউ ইউনিটগুলোর নামকরণ করা হবে এই দুই দাতার নামেই।

বিজ্ঞাপন

ইএসপিএন জানায় পর্তুগালের ওই দুটি হাসপাতাল (সিএইচএলইউএন) থেকে তাদের জানিয়েছে, ‘ক্রিস্টিয়ানো রোনালদো এবং সুপার এজেন্ট জর্জ মেন্ডেস হাসপাতালে দুইটি আইসিউ নির্মাণের জন্য অর্থ দান করছেন। প্রতিটি উইংয়ে সবরকম যন্ত্রাংশের সঙ্গে থাকবে ১০টি করে বেডও।’

ইএসপিএন তাদের রিপোর্টে আরও জানায়, ‘এই ইউনিট দুটোর নাম হবে ইউসিআই জর্জ মেন্ডেস এবং ইউসিআই ক্রিস্টিয়ানো রোনালদো। কোভিড-১৯ এর ভয়াবহাতা কেটে গেলে এই দু’টি ইউনিটিই আইসিউ হিসেবে ব্যবহার হবে। আগে এখানে মোট ৩১ টি বেড ছিল, এখন সে সংখ্যা বেড়ে ৫১ হচ্ছে।’

পর্তুগালে মার্চের ২৪ তারিখ পর্যন্ত ২০৬০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর ভেতর প্রাণ হারিয়েছেন ২৩ জন। গত বৃহস্পতিবার দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জরুরী অবস্থা জারি করেছে পর্তুগাল সরকার।

আইসিউ করোনাভাইরাস ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর