Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাফুফে নির্বাচন পেছাচ্ছে না, ৩ এপ্রিল তফসিল


২১ মার্চ ২০২০ ১৬:২৮

ঢাকা: চলমান করোনাভাইরাস পরিস্থিতি দিনকে দিনকে দিন নাজুক হচ্ছে। আজ দেশের শনিবার (২১ মার্চ) দেশের তিনটি সংসদীয় আসনে উপনির্বাচন চলছে। তবে ২৯ মার্চ অনুষ্ঠেয় সব নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন। তবে আগামী ২০ এপ্রিল অনুষ্ঠেয় নির্বাচনের তারিখ পেছাতে রাজি নয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তারা এই নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি অব্যাহত রেখেছে। ৩ এপ্রিল এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলেও সিদ্ধান্ত হয়েছে বাফুফে নির্বাচন কমিশনের সভায়।

বিজ্ঞাপন

শনিবার মেজবাহউদ্দিনের নেতৃত্বে তিন সদস্যের বাফুফে নির্বাচন কমিশনের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন বলেন, ‘আমরা ২০২০ বাফুফে নির্বাচন উপলক্ষে প্রথম সভা করলাম। এখন পর্যন্ত ২০ এপ্রিলকে সামনে রেখে আমরা প্রস্তুতি নিচ্ছি। ৩ এপ্রিল শুক্রবার আমরা তফসিল ঘোষণা করব। এর আগে বাফুফে আমাদেরকে ভোটার তালিকা হস্তান্তর করবে।’

চলমান করোনা পরিস্থিতিও নির্বাচন কমিশনের বিবেচনায় রয়েছে বলে জানান মেজবাহ, ‘করোনা পরিস্থিতি নিয়েও আমরা আলোচনা করেছি। এরই মধ্যে সভা-সমাবেশ সীমিত করা করা হয়েছে।’ করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হলে নির্বাচনের পরবর্তী করণীয় বাফুফের বর্তমান নির্বাহী ঠিক করবে বলে জানান তিনি, ‘উদ্ভূত পরিস্থিতিতে বাফুফে নির্বাচনের ভোটের স্থান নির্বাহী কমিটিই ঠিক করবে পাশাপাশি পরিস্থিতি নাজুক হলে পরবর্তী করণীয় কী হবে, সেটাও তারা নির্ধারণ করবে। নির্বাচন কমিশন এর মধ্যে হস্তক্ষেপ করবে না।’

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘এখন পর্যন্ত আমাদের পরিকল্পনা বাফুফে ভবনে নির্বাচন করার। প্রয়োজন হলে আমরা ভেন্যু পরিবর্তন করতে পারি।’ ইতোমধ্যে বাফুফের দুই সভাপতি প্রার্থী মহিউদ্দিন আহমেদ মহী ও বাদল রায় নির্বাচন পেছানোর আবেদন জানিয়েছে। সেই প্রেক্ষিতে বাফুফে সাধারণ সম্পাদক বলেছিলেন তারা ফিফা-এএফসি’র সঙ্গে যোগাযোগ করছেন। সেই অগ্রগতি সম্পর্কে বলেন, ‘সভাপতি এই ব্যাপারে অবহিত করবেন সামনে।’

বাফুফে তাদের অধীভুক্ত সংস্থাগুলোকে ৩০ মার্চের মধ্যে কাউন্সিলরের নাম পাঠাতে বলেছে। গঠনতন্ত্র অনুযায়ী প্রতিটি সংস্থাকে নির্বাহী কমিটির সভা করে তারপর কাউন্সিলরের নাম চূড়ান্ত করতে হয়।

বিজ্ঞাপন

বিশেষ করে জেলা ফুটবল ফুটবল অ্যাসোসিয়েশন এ নিয়ে বিপত্তিতে রয়েছে। কারণ নির্বাহী কমিটির সভায় প্রায় ১৫-২০ জন লোকের উপস্থিতি হয়। সেক্ষেত্রে করোনার একটা ঝুকি থেকে যায়। এই প্রসঙ্গে বাফুফে সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। প্রয়োজন হলে দু’এক দিন সময় বাড়িয়ে দেওয়া যাবে। চলমান পরিস্থিতিতে সংস্থা চাইলে টেলিকনফারেন্স বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের প্রয়োজনীয় সভা করতে পারে।’

বাফুফের বর্তমান এই অবস্থানকে অবশ্য সমালোচনা করছেন ফুটবলসংশ্লিষ্টরা।

টপ নিউজ তফসিল ঘোষণা নির্বাচন বাফুফে বাংলাদেশ ফুটবল ফেডারেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর