টিসিকে গোলবন্যায় ভাসিয়ে কিংসের এএফসি অভিষেক
১১ মার্চ ২০২০ ১৮:৩৯ | আপডেট: ১১ মার্চ ২০২০ ২০:১৫
এএফসি কাপে বসুন্ধরা কিংসের অভিষেক ছাপিয়ে আলোচনা হচ্ছিল হার্নান বার্কোসকে নিয়ে। ৩৫ বছর বয়সী এই ফুটবলার এক সময় আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলেছেন। অনেকদিন লিওনেল মেসির সতীর্থ ছিলেন তিনি। মেসির সতীর্থ এসেছেন বাংলাদেশের একটি ক্লাবের হয়ে খেলতে, বাড়তি আলোচনা না ছড়িয়ে পারে? বার্কোসের মাঠের পারফরম্যান্সও হলো আলোচিত।
আজ বুধবার (১১ মার্চ) এএফসি কাপের অভিষেক ম্যাচে মালদ্বীপের ক্লাব টিসি স্পোটর্সকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বসুন্ধরা কিংস। বাংলাদেশি ক্লাবটির হয়ে পাঁচ গোলের চারটিই করেছেন বার্কোস। বসুন্ধরার হয়ে অপর গোলটি করেছেন কোস্টারিকার জার্সিতে বিশ্বকাপ খেলা ড্যানিয়েল কলিনদ্রেস।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়ামে টিসি স্পোর্টসের বিপক্ষে পুরো সময়ই দাপুটে ফুটবল খেলেছে বসুন্ধরা কিংস। হার্নান বার্কোস ও ড্যানিয়েল কলিনদ্রেসকে নিয়ে গড়া আক্রমণভাগ ছিল দুর্দান্ত। গোলবারের নিচে দুর্দান্ত ছিলেন আনিসুর রহমান জিকোও, দুই দুটি পেনাল্টি ঠেকিয়ে দিয়েছেন বসুন্ধরার গোলরক্ষক।
ম্যাচের অষ্টম মিনিটেই গ্যালারিতে আসা হাজার চারেক দর্শককে আনন্দে ভাসিয়েছেন বার্কোস। কিরগিস্তানের দুইশরেকভের ক্রসে দারুণ এক হেড নিয়ে স্বাগতিকদের ১-০ তে এগিয়ে নেন মেসির সাবেক সতীর্থ। এই আনন্দ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। মিনিট দুই পরই সমতায় ফেরে টিসি স্পোর্টস।
তবে এরপর আর আনন্দের উপলক্ষ খুঁজে পায়নি মালদ্বীপের ক্লাবটি। ২৫ মিনিটে বসুন্ধরাকে ফের এগিয়ে নেন বার্কোস। প্রথমার্ধে আর গোল না হলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ চ্যাম্পিয়নরা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি পেয়ে যায় টিসি। কিন্তু গোল হয়নি। এই পেনাল্টি নিয়ে কম নাটক হলো না। ডানদিকে ঝাঁপিয়ে পড়ে দক্ষিণ এশিয়ার মেসি খ্যাত ইসমাইল ইসার স্পট কিক রুখে দিলেন বসুন্ধরার গোলরক্ষক জিকো। কিন্তু শটের আগেই লাইন ছেড়ে বেরিয়ে আসেন জিকো, ফলে আবারও পেনাল্টির নির্দেশ দেন রেফারি। পরের দফায়ও ইসমাইলের শট থামিয়ে দিলেন জিকো।
৬৭ মিনিটে পেনাল্টি পেয়ে যায় বসুন্ধরা, স্পট কিকে হ্যাটট্রিক পূর্ণ করেন বার্কোস। এর মিনিট দশেক পর গোল করেন কলিনদ্রেস। যোগ করা সময়ে অরক্ষিত জায়গায় বল পেয়ে নিজের চার নম্বর ও দলের পাঁচ নম্বর গোলটি আদায় করে নেন বার্কোস। শেষ পর্যন্ত ৫-১ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছেড়েছে বসুন্ধরা কিংস। আর সেই সঙ্গে রাঙিয়ে রাখল এএফসি কাপে নিজেদের অভিষেকটাও।
অভিষেক এএফসি কাপ বসুন্ধরা কিংস বসুন্ধরা কিংস বনাম টিসি স্পোর্টস বাংলাদেশ চ্যাম্পিয়ন