জুনে আসছে অস্ট্রেলিয়া, প্রথম টেস্ট চট্টগ্রামে
১১ মার্চ ২০২০ ১৬:৩৫ | আপডেট: ১১ মার্চ ২০২০ ১৮:০১
টাইগারদের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের টেস্ট খেলতে জুনে বাংলাদেশ সফরে আসছে পরাশক্তি অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি গড়াবে বন্দরনগরী চট্টগ্রামে। আর দ্বিতীয় ও শেষ টেস্টটি গড়াবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
বুধবার (১১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।
সূচী অনুযায়ী জুনের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফরে আসবে টিম অস্ট্রেলিয়া। তবে তাদের আগমনের দিন ও সময় নিশ্চিত করেনি বিসিবি। যা হোক, বাংলাদেশে এসে প্রথমেই সফরকারী দলটি স্বাগতিকদের বিপক্ষে একটি চার দিনের একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে। এদেশের ক্রিকেটের ইতিহাসে এই প্রথম কোনো সফরকারী দল চার দিনের প্রস্ততি ম্যাচ খেলবে।
প্রস্তুতি ম্যাচ শেষে ১১-১৫ জুন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে টিম পেইনদের মুখোমুখি হবে মুমিনুল হক এবং তার দল। প্রথম টেস্ট শেষে ১৬ জুন ঢাকায় আসবে দু’দল। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি গড়াবে হোম অব ক্রিকেট মিরপুর শের-ই-বাংলায়। ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯-২৩ জুন।
এর আগে ২০১৭ সালের আগস্টে বাংলাদেশ সফরে এসে দুই ম্যাচ সিরিজের টেস্টে অংশ নিয়েছিল টিম অস্ট্রেলিয়া। সিরিজটি ১-১ এ ড্র করেছিল স্বাগতিক বাংলাদেশ।