Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পেন-জার্মানির ম্যাচ দিয়ে শুরু নেশনস লিগ


৪ মার্চ ২০২০ ১১:২২

ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা নতুন টুর্নামেন্ট উয়েফা নেশনস লিগের দ্বিতীয় আসর মাঠে গড়াবে চলতি বছরের সেপ্টেম্বরে। প্রথম মৌসুমে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল নেদ্যারল্যান্ডসকে হারিয়ে শিরোপা জয় করেছিল। আর দ্বিতীয় আসর মাঠে গড়াচ্ছে স্পেন এবং জার্মানির মধ্যকার ম্যাচ দিয়ে।

এর মধ্যেই নির্ধারিত হয়ে গেছে নেশনস লিগের গ্রুপ গুলো। এবং কোন দল কোন গ্রুপে অবস্থান করছে সেটিও নির্বাচিত হয়েছে ড্র’র মাধ্যমে। লিগ এ’তে চারটি গ্রুপে ১৬টি দলকে ভাগ করে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

উয়েফা নেশনস লিগে এ’কে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে আছে চারটি করে মোট ১৬টি দল। যেখানে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল আছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স এবং রানার আপ ক্রোয়েশিয়ার সঙ্গে।

লিগ এ:

গ্রুপ এ’১: নেদ্যারল্যান্ডস, ইতালি, বসনিয়া এবং পোল্যান্ড।
গ্রুপ এ’২: ইংল্যান্ড, বেলজিয়াম, ডেনমার্ক এবং আইসল্যান্ড।
গ্রুপ এ’৩: পর্তুগাল, ফ্রান্স, সুইডেন এবং ক্রোয়েশিয়া।
গ্রুপ এ’৪: সুইজারল্যান্ড, স্পেন, ইউক্রেন এবং জার্মানি।

উদ্বোধনী ম্যাচে জার্মানির বিপক্ষে লড়বে লা রোজারা। সেপ্টেম্বরের ৩ তারিখ ২০১৪ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে লড়বে লুইস এনরিকের স্পেন।

এছাড়া লিগ বি’তে আছে ১৬টি দল, লিগ সি’তে আছে ১৬টি এবং লিগ ডি’তে আছে ৭টি দল।

লিগ বি:

গ্রুপ বি’১: অস্ট্রিয়া, নরওয়ে, নর্দান আয়ারল্যান্ড এবং রোমেনিয়া।

গ্রুপ বি’২: চেক প্রজাতন্ত্র, স্কটল্যান্ড, স্লোভাকিয়া এবং ইসরাইল।

গ্রুপ বি’৩: রাশিয়া, সার্বিয়া, তুরস্ক এবং হাঙ্গেরি।

গ্রুপ বি’৪: ওয়েলস, ফিনল্যান্ড, রিপাব্লিক অব আয়ারল্যান্ড এবং বুলগেরিয়া।

বিজ্ঞাপন

লিগ সি:

গ্রুপ সি’১: আজারাবাইজান, লুক্সেমবার্গ, সাইপ্রাস এবং মন্টেগ্রো।

গ্রুপ সি’২: আর্মেনিয়া, এস্টোনি, নর্থ মেসিডোনিয়া এবং জর্জিয়া।

গ্রুপ সি’৩: মলদোভা, স্লোভেনিয়া, কসভা এবং গ্রিস।

গ্রুপ সি’৪: কাজাকিস্তান, লিথুনিয়া, বেলারুস এবং আলবেনিয়া।

লিগ ডি:

গ্রুপ ডি’১: মাল্টা, অ্যানডোরা, লাতিভা এবং ফেরো আইল্যান্ড।

গ্রুপ ডি’২: স্যান মারিনো, লিচেস্টাইন এবং জিব্রাল্টার।

উয়েফা উয়েফা নেশনস লিগ দ্বিতীয় আসর পর্তুগাল স্পেন-জার্মানি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর