ইতিহাস গড়ার ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
৯ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৩৫ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২০ ১৪:৩৯
স্বপ্নের ফাইনালে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক আকবর আলী। ফাইনালে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ দল।
হাসান মুরাদের পরিবর্তে দলে জায়গা করে নিয়েছেন অভিষেক দাস। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে ভারতীয় দল।
বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মাহমুদুল হাসান জয়, তাওহিদ হৃদয়, শাহাদত হোসেন, শামিম হোসেন, আকবর আলী (অধিনায়ক), রাকিবুল হাসান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব এবং অভিষেক দাস।
ভারতীয় একাদশ: ইয়াশভি জাইসওয়াল, ডিভ্যানাশ সাকসেনা, তিলক ভার্মা, ধ্রুব জুরেল, প্রিয়াম গ্র্যাগ (অধিনায়ক), সিদ্ধেশ ভীর, আথারভা অ্যানকোলেকার, রবি বৈশ্ন্য, শুশান্ত মিশরা, কার্তিক ত্যাগি এবং আকাশ সিং।