ঘন ঘন বিদেশ সফরই টাইগার যুবাদের সফলতার মূলমন্ত্র: সুজন
৮ ফেব্রুয়ারি ২০২০ ১৪:১৭ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২০ ১৪:৪২
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে প্রথমবারের মতো পা রেখেছে বাংলাদেশের যুবারা। টাইগার যুবাদের এহেন সাফল্যের জন্য ঘন ঘন বিদেশ সফর অন্যতম নিয়ামক হিসেবে কাজ করেছে। এমনটাই মনে করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক খালেদ মাহমুদ সুজন।
সম্প্রতি জনপ্রিয় ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোকে তিনি বলেন, ‘আমরা অনেক ম্যাচ খেলেছি। বিসিবি আমাদের জন্য অনেক সফরের আয়োজন করেছে। আমরা প্রায় ৩০টি’র মতো ম্যাচ খেলেছি। জিতেছি ১৮টিতে।’
‘আমরা যখন নাভেদ নেওয়াজকে কোচ হিসেবে নিয়োগ দিলাম, এরপর থেকেই দেশের বাইরে খেলাটাকে আমরা প্রাধান্য দেই। বোর্ডকে আমরা বোঝাই যে, বিদেশে গিয়ে না খেললে আমরা এক জায়গাতেই পড়ে থাকব। তখন বোর্ড আমাদের সাহায্যে এগিয়ে আসে’, যোগ করেন বিসিবি পরিচালক।
এছাড়াও বাংলাদেশ দলে বেশ লম্বা সময় ধরে আসেনি কোনো পরিবর্তন। অপরিবর্তিত স্কোয়াড থাকাটাও সফলতার আরেকটি কারণ হিসেবে দেখছেন সাবেক এই অধিনায়ক।
‘লক্ষ্য করলে দেখবেন যে শেষ দুই বছর আমরা একাদশে কোনো পরিবর্তন আনিনি। ২০১৮ সালের অনূর্ধ্ব-১৭ দল থেকে আমরা ২০ জন ক্রিকেটারকে বাছাই করি। সেখান থেকেই আমরা ১৫ জনকে নিয়েছি। তারা একসঙ্গে খেলতে খেলতে তাদের ভূমিকা সম্পর্কে ভালো ধারণা পেয়ে গেছে।’
অনূর্ধ্ব-১৯ দলটিকে নিয়ে বেশ আশাবাদী সবাই। রবিবার (৯ ফেব্রুয়ারি) যুব বিশ্বকাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে লড়বে আকবর আলির দল। বাংলাদেশ সময় বেলা দুইটায় মাঠে গড়াবে ম্যাচটি।
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২০ খালেদ মাহমুদ সুজন