Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম দল হিসেবে ইংল্যান্ডের ৫ লাখ রান


২৫ জানুয়ারি ২০২০ ১২:২০ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২০ ১৪:০০

ক্রিকেটের রাজকীয় ফরম্যাট টেস্টের ইতিহাসে প্রথম এবং একমাত্র দল হিসেবে ৫ লাখ রানের মাইলফলক স্পর্শ করেছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে শুক্রবার (২৪ জানুয়ারি) অনন্য এই কীর্তি গড়ে দলটি।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড ইংলিশদের দখলে। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার থেকেও এগিয়ে বেশ ব্যবধানে। সংখ্যার হিসেবে ইংলিশদের ১ হাজার ২২তম টেস্ট ম্যাচের প্রথম দিনে এই রেকর্ড গড়েছে তারা। বর্তমানে তাদের সংগ্রহ ৫ লাখ ৬ রান। ক্রিকেটের আরেক পরাশক্তি অস্ট্রেলিয়া ৮৩০ ম্যাচ খেলে সংগ্রহ করেছে ৪ লাখ ৩২ হাজার ৭০৬ রান।

বিজ্ঞাপন

এই তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে এশিয়ার পরাশক্তি ভারত। ৫৪০ ম্যাচে তাদের সংগ্রহ ২ লাখ ৭৩ হাজার ৫১৮ রান। আর এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৯ম স্থানে। টাইগাররা এ পর্যন্ত খেলেছে ১১৭টি টেস্ট ম্যাচ। ক্রিকেটের অভিজাত ফরম্যাটে টাইগারদের মোট সংগ্রহ ৫৩ হাজার ১১৫ রান।

তালিকার তলানিতে রয়েছে বিশ্বের সেরা খেলোয়াড়দের নিয়ে গঠিত দল আইসিসি বিশ্ব একাদশ। একটি মাত্র টেস্ট খেলে তাদের সংগ্রহ মাত্র ৩৩৪ রান।

টেস্ট ক্রিকেটে যে দলের যত রান:

ক্রম

দল

ম্যাচ

রান

ইংল্যান্ড

১০২২*

৫ লাখ ৬ রান

অস্ট্রেলিয়া

৮৩০

৪ লাখ ৩২ হাজার ৭০৬ রান

ভারত

৫৪০

২ লাখ ৭৩ হাজার ৫১৮ রান

ওয়েস্ট ইন্ডিজ

৫৪৫

২ লাখ ৭০ হাজার ৪৪১ রান

দক্ষিণ আফ্রিকা

৪৩৯*

২ লাখ ১৬ হাজার ৪৫২ রান

পাকিস্তান

৪২৭

২ লাখ ৯ হাজার ৮৬৯ রান

নিউজিল্যান্ড

৪৪০

২ লাখ ৪ হাজার ১৭২ রান

শ্রীলঙ্কা

২৮৮

১ লাখ ৪৫ হাজার ২১৮ রান

বাংলাদেশ

১১৭

৫৩ হাজার ১১৫ রান

বিজ্ঞাপন

১০

জিম্বাবুয়ে

১০৮

৪৯ হাজার ৮৬৯ রান

১১

আফগানিস্তান

০৪

১ হাজার ৫৮৪ রান

১২

আয়ারল্যান্ড

০৩

১ হাজার ১৭৪ রান

১৩

আইসিসি বিশ্ব একাদশ

০১

৩৩৪ রান

* জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ডের চলমান টেস্ট ম্যাচের রানসহ। ম্যাচটি শেষ হলে দুই দলেরই রান সংখ্যা আরো বেড়ে যাবে।

ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা বিশ্বরেকর্ড রেকর্ড রান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর