Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাজিলের সেই ‘৭-১’ স্মৃতি এখনও তাড়িয়ে বেড়ায় সিজারকে


২৩ জানুয়ারি ২০২০ ২১:০৯

ঢাকা: ২০১৪ সালে বিশ্বকাপের ম্যাচে ঘরের মাটিতে ৭-১ ব্যবধানে ব্রাজিলের সেই ম্যাচ ভুলে যেতে চাইবে সবাই। দুঃস্বপ্নের একটা রাত পার করেছিল সাম্বা সমর্থকরা। ঘরের মাঠে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের কাঁদিয়ে বিদায় করেছিল জার্মানী। তারপরে কেটে গেছে আরও একটি বিশ্বকাপ। ঘুরে দাঁড়িয়ে কোপা আমেরিকার শিরোপাও ঘরে তুলেছে ব্রাজিল। তবে সেই স্মৃতি এখনও তাড়িয়ে বেড়ায় বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক জুলিও সিজারকে।

বিজ্ঞাপন

মুজিববর্ষ উদযাপনে ঢাকায় আসা ব্রাজিলের মহাতারকা জুলিও সিজার স্মৃতি আওড়াতে গিয়ে আজ বাফুফে ভবনে সাংবাদিকদের সেই ম্যাচের কথা বলেছেন।

সেমি ফাইনালে জার্মানির কাছে এমন হারের পর কঠিন একটা সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে বলে জানান সিজার, ‘সত্যি বলতে ম্যাচের পর কেউ আসলে কথা বলার মতো অবস্থায় ছিল না। সেই মুহূর্তটা আসলে খুবই কঠিন ছিল। সমর্থক থেকে শুরু করে আমরা সবাই ম্যাচের এই মুহূর্তটা প্রত্যাশা করি নাই। এবং ব্যাখ্যা করার মতো অবস্থায় ছিলাম না।’

ম্যাচের পর ড্রেসিং রুমে নিরব অস্থিরতা বিরাজ করছিলো বলে জানান তিনি। ড্রেসিং রুমে অনেক ফুটবলারই কেঁদেছেন। অশ্রু জলে ভেসেছেন সিজার নিজেও, ‘ফুটবলাররা মানসিকভাবে শক্ত থাকার চেষ্টা করেছে। অনেকে কেঁদেছে। তাদের মধ্যে আমিও একজন। প্রেসিডেন্ট এসেছিলেন রুমে। সান্ত্বনা দেয়ার চেষ্টা করেছেন। বলেছেন, এমন হতেই পারে। ভবিষ্যতের জন্য হলেও মানসিকভাবে শক্ত থাকাটা খুবই প্রয়োজন।’

এমন ম্যাচের পর মনোবল হারিয়ে নিঃস হয়ে তৃতীয় নির্ধারণী ম্যাচে হল্যান্ডের বিপক্ষে নামতে হয়েছে সাম্বাদের। সেই কঠিন বাস্তবতার কথাও জানালেন তিনি, ‘তার থেকে কঠিন ছিল ট্রেনিং গ্রাউন্ডে ফেরা। কারণ আমাদের থার্ড ও ফোর্থ পজিশনের জন্য ম্যাচ খেলতে হবে। হল্যান্ডের সঙ্গে ম্যাচ ছিল। আমার ক্যারিয়ানে এটা নতুন অভিজ্ঞতা ছিল।’

এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ালেন কিভাবে এই প্রশ্নের জবাবে বললেন, ‘মনে রাখতে হবে, তোমাকে দাঁড়াতে হবে। মাথা তুলে এগিয়ে যেতে হবে। ব্রাজিলের অতীত সুখস্মৃতি নিয়ে এগিয়ে যেতে হবে। স্মৃতি তো তাড়াবেই।’

জুলিও সিজার বাংলাদেশ ভ্রমণ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর