Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অল্পের জন্য বেঁচে গেলেন সার্জিও রোমেরো


২২ জানুয়ারি ২০২০ ১৫:০০

ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন গোলরক্ষক সার্জিও রোমেরো। গাড়িটি ভেঙে চুরমার হয়ে গেলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনি।

সোমবার সকালে (স্থানীয় সময়) ক্যারিংটন ইউনাইটেডের অনুশীলন মাঠের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বেষ্টনির নিচ দিয়ে ঢুকে যায় রোমেরোর ল্যাম্বরগিনি গাড়িটি। এই দুর্ঘটনায় একেবারেই দুমড়ে-মুচড়ে যায় তাঁর গাড়ি।

বিজ্ঞাপন

গাড়ি চুরমার হয়ে গেলেও ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান এই তারকা গোলরক্ষক। একেবারেই অক্ষত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়।

ইউনাইটেডে নিজের শুরুটা দুর্দান্ত করলেও তা বেশিদিন ধরে রাখতে পারেননি রোমেরো। সময় পরিক্রমায় তিনি এখন অতিরিক্ত গোলরক্ষক হিসেবে দলে রয়েছেন।

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে রেড ডেভিলদের জার্সি গায়ে মাঠে নামতে পারেননি একটি ম্যাচেও। তবে ইউরোপা লিগে তিনি খেলেছেন ৪ টি ম্যাচ। লিগ কাপেও তিনটি ম্যাচে মাঠে নেমেছিলেন ৩২ বছর বয়সী এই গোলরক্ষক।

ম্যান ইউতে এযাবৎ ৫৩ ম্যাচ খেলেছেন রোমেরো। তাঁর ভেতর ৩৪ টি ম্যাচে হজম করেননি কোনো গোল। ২০১৫ সালে রেড ডেভিলদের শিবিরে যোগ দিয়েছিলেন এই গোলরক্ষক। ২০২১ সালে শেষ হবে তাঁর চুক্তির মেয়াদ।

সড়ক দুর্ঘটনা সার্জিও রোমেরো