Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইনিংস ব্যবধানে জিতে সিরিজ নিশ্চিত করলো ইংল্যান্ড


২০ জানুয়ারি ২০২০ ১৭:৪৬

দক্ষিণ আফ্রিকাকে ইনিংস ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিলো ইংল্যান্ড। ৪ ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টে ইনিংস এবং ৫৩ রানে জিতে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করলো সফররতরা।

পোর্ট এলিজাবেথে ১ম ইনিংসে ইংলিশদের দেয়া ৪৯৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ১০৯ রানেই ৫ উইকেটের পতন ঘটে স্বাগতিকদের।

এরপর শুরু হয় অ্যানরিচ নোর্টজে এবং ডি ককের টেস্ট ব্যাটিং। নোর্টজে করেন ১৩৬ বলে ১৮ রান। আর ডি কক খেলেন ১৩৯ বলে ৬৩ রানের ইনিংস।

দলীয় ১৫৪ রানে নোর্টজে বিদায় নিলেও উইকেট কামড়ে বসে থাকেন ডি কক। ২০৮ রানে ফিল্যান্ডারের সাজঘরে ফেরার পরপরই ফিরে যান তিনি। এরপর আর উইকেটে থিতু হতে পারেননি কেউই। শেষতক ২০৯ রানেই থেমে যায় স্বাগতিকদের ইনিংস।

ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১০২ রান তুলতেই প্রোটিয়াদের ৭ ব্যাটসম্যান ফিরে যান সাজঘরে। এ সময় দলের ত্রাতা হয়ে আসেন কেশাভ মহারাজ। তাঁর ব্যাটে ভর করে এগিয়ে যেতে থাকে দক্ষিণ আফ্রিকার রানের চাকা। কেউ সঙ্গ না দিলেও একাই টেনে নিয়ে যেতে থাকেন দলকে।

সেই সাথে গড়েন অনন্য এক রেকর্ড। জো রুটের এক ওভারে ২৮ রান নিয়ে টেস্ট ইতিহাসে এক ওভারে সর্বোচ্চ রান করার রেকর্ডে নাম লেখান তিনি। এর আগে এই রেকর্ড ছিলো ক্যারিবীয় কিংবদন্তী ব্রায়ান লারা এবং অজি ব্যাটসম্যান জর্জ বেইলির। তাদের সাথে যৌথভাবে নাম লেখালেন প্রোটিয়া ব্যাটসম্যান কেশাভ মহারাজ।

কিন্তু শেষ রক্ষা করতে পারেননি তিনি। কুরানের রান আউটের শিকার হয়ে ৭১ রানে থামেন তিনি। সেই সাথে ২৩৭ রানেই থেমে যায় দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসও। ফলে ইনিংস এবং ৫৩ রানের জয় দিয়ে সিরিজ নিশ্চিত করে ইংলিশরা।

বিজ্ঞাপন

এর আগে প্রথম ইনিংসে টসে জিতে ব্যাট করতে নেমে বেন স্টোকস এবং অলি পোপের সেঞ্চুরিতে ভর করে ৯ উইকেট হারিয়ে ৪৯৯ রান সংগ্রহ করে সফরকারী ইংল্যান্ড। বেন স্টোকস করেন ২১৪ বলে ১২০ রান এবং পোপ অপরাজিত থাকেন ২২৬ বলে ১৩৫ রান করে।

ইংলিশদের হয়ে প্রথম ইনিংসে ৫ উইকেট নেন ডম বেস এবং দ্বিতীয় ইনিংসে ৪টি উইকেট শিকার করেন জো রুট।

প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকা ১০৭ রানের বড় জয় পেলেও দ্বিতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। সিরিজের দ্বিতীয় টেস্টে ১৮৯ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছিল সফরকারীরা।

সিরিজের চতুর্থ টেস্টে ২৪ জানুয়ারি জোহানেসবার্গে মুখোমুখি হবে দুই দল।

ইংল্যান্ড- দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ জয়