টাইগারদের চাঙ্গা করতে প্রস্তুতিতে পাপন
১৯ জানুয়ারি ২০২০ ১৫:০৮ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২০ ১৬:৫৭
রোববারের (১৯ জানুয়ারি) পড়ন্ত দুপুরে পাকিস্তান সিরিজের প্রস্তুতিতে মাঠে নেমেছে টাইগাররা। এর ঠিক মিনিট পাঁচেক বাদে দেখা গেল বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন, অপারেশন্স ম্যানেজার সাব্বির খানসহ আরও কয়েকজন কর্মকর্তাকে সঙ্গে নিয়ে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশ করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
মাঠে ঢুকে সোজা চলে গেলেন প্লেয়ারদের কাছে। তাদের সঙ্গে কথা বললেন, কুশলাদি জানতে চাইলেন। এক পর্যায়ে পাকিস্তান সিরিজের স্কোয়াডে স্থান পাওয়া তরুণ পেসার হাসান মাহমুদকে ডেকে কথা বললেন বিসিবি সভাপতি। হাসান মাহমুদের সঙ্গে কথা শেষ করে বিসিবি বসের আলাপ হলো তামিম ইকবালের সঙ্গে।
এরপর সংবাদমাধ্যমের সামনে এসে জানালেন, মূলত পাকিস্তান সিরিজে খেলোয়াড়দের চাঙ্গা করতেই তিনি এখানে। তাদেরকে অভয় দিয়ে বলেছেন পুরো সিরিজেই তাদের সঙ্গে থাকবেন তিনি, এবং আশ্বস্ত করেছেন এ সফরে নিরাপত্তা বিষয়ে কোনো অসুবিধা হবে না। কাজেই প্লেয়ারদের প্রতি বিসিবি সভাপতির পরামর্শ, এ বিষয়ে ভাবনার কোন কারণ নেই, পুরোপুরি মনোযোগ দিতে হবে খেলায়।