Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্ষতিপূরণ চেয়ে লঙ্কান ক্রিকেট বোর্ডকে হাথুরুসিংহে’র চিঠি


৫ জানুয়ারি ২০২০ ১৬:৪৫

নিজের দেশের ক্রিকেটের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়ায় বাংলাদেশের সঙ্গে চূক্তি বাকি রেখেই ফিরে গিয়েছিলেন শ্রীলঙ্কায়। তবে এরপর থেকেই যেন শনির দশা কাটছে না চন্ডিকা হাথুরুসিংহের। একের পর এক পরাজয়ে বিপর্যস্ত লঙ্কান ক্রিকেট। বিশ্বকাপেও ব্যর্থ প্রত্যাশানুযায়ূ পারফরম্যান্স করতে। আর সেই সঙ্গে বোর্ডের সঙ্গে হাথুরুর বিরোধ তো ছিলোই। সব মিলিয়ে শেষ পর্যন বরখাস্ত হতেই হয়েছে হাথুরুকে। তার জায়গায় লঙ্কানদের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন সাবেক পাকিস্তানের প্রধান কোচ মিকি আর্থার।

বিজ্ঞাপন

তবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে চূক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে বরখাস্ত করাটা সহজে মেনে নিতে পারছেন না হাথুরু। ঠিকই একহাত দেখে নিচ্ছেন নিজ দেশের ক্রিকেট বোর্ডকে। চূক্তির মেয়াদ শেষের আগেই বরখাস্ত করায় ক্ষতিপূরণ চেয়ে লঙ্কান ক্রিকেট বোর্ডকে চিঠি পাঠিয়েছেন বাংলাদেশের সাবেক এই কোচ।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক মোহন ডি সিলভা সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, ‘হাথুরুসিংহে ক্ষতিপূরণ বাবদ ৫ মিলিয়ন ডলার দাবি করে লঙ্কান ক্রিকেট বোর্ডকে চিঠি পাঠিয়েছে।‘ যা বাংলাদেশ টাকায় ৪২ কোটি ৩৯ লাখ! অবশ্য পুরোটাই তার বেতন ছিল না। চূক্তি অনুযায়ী লঙ্কান ক্রিকেট বোর্ডের সঙ্গে আরো ১৮ মাস কাজ করার কথা ছিলো হাথুরুসিংহের। আর এই অনুযায়ী প্রায় ১০ লাখ ডলার বেতন পাওয়ার কথা তার। অর্থাৎ বাংলাদেশি মুদ্রার মানে যা প্রায় ৮ কোটি ৭৮ লাখ টাকা।

তবে কেবল নিজের বেতন চেয়েই থেমে থাকেননি হাথুরু। সেই সঙ্গে তার সম্মানহানি হওয়ায় ক্ষতিপূরণ বাবদ আরও ৪০ লাখ ডলার দাবী করেছেন তিনি। এই ব্যাপারে লঙ্কান ক্রিকেট বোর্ড জানিয়েছেন তারা কেবল ছয় মাসের বেতন দিতে পারে হাথুরুকে এর বেশি নয়।

ক্ষতিপূরণ চন্ডিকা হাথুরুসিংহে বরখাস্ত শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর