Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন ইরফান পাঠান


৪ জানুয়ারি ২০২০ ১৮:২১ | আপডেট: ৪ জানুয়ারি ২০২০ ১৮:২২

ভারতের হয়ে বিশ্বকাপে জয়ী অল রাউন্ডার ইরফান পাঠান ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। শনিবার (৪ জানুয়ারি) সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেন এই ভারতীয় ক্রিকেটার। ভারতের হয়ে ২৯টি টেস্ট, ১২০টি ওয়ানডে এবং ২৪টি টি-টোয়েন্টি খেলে নামের পাশে আছে মোট ৩০১টি উইকেটও।

শুরুটা হয়েছিলে মাত্র ১৯ বছর বয়সে ২০০৩ সালে অস্ট্রেলিয়ার মাটিতে। অ্যাডিলেডে ম্যাথিউ হেডেনের উইকেটটাই যেন তার বেশি পছন্দ হয়েছিল আর তাই তো ক্যারিয়ারের প্রথম উইকেট হিসেবে বেছে নিয়েছিলেন কিংবদন্তী এই ক্রিকেটারকেই। আর এরপর পেছনে ফিরে তাকাতে হয়নি এই অলরাউন্ডারকে; নিয়মিত হয়ে উঠেছিলেন ভারতীয় জাতীয় দলে।

বিজ্ঞাপন

ধীরে ধীরে হয়ে ওঠেন ভারতীয় জাতীয় দলের প্রধান বোলার। ২০০৪ সালে পাকিস্তান সিরিজে নিজেকে মেলে ধরেন এই পেসার; এরপর ২০০৬ সালে টেস্ট ক্রিকেটের প্রথম ওভারে করেন হ্যাটট্রিক। আর ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে ভারতের হয়ে রেখেছিলেন বেশ বড় ভূমিকাও।

কেবল বল হাতেই ভয়ংকর ছিলেন না ইরফান, সেই সঙ্গে ব্যাট হাতেও ছিলেন বিধ্বংসী। আর তাই তো ভারতীয় দলের ওপেনার হিসেবেও দেখা গেছে এই অল রাউন্ডারকে এবং সেই সঙ্গে তিন নম্বরেও ব্যাট করতে দেখা গেছে তাকে। নিজের খেলা ২৯ টেস্টে ৩১.৫৭ গড়ে ১১০৫ রানের সঙ্গে আছে একটি শতক আর ছয়টি অর্ধশতক। ১২০ ওয়ানডে’তে ২৩.৩৯ গড়ে করেছেন ১৫৪৪ রান আছে পাঁচটি অর্ধশতক। আর টি-টোয়েন্টিতে খেলা ২৪ ম্যাচে ২৪.৫৭ গড়ে করেছেন ১৭২ রান।

ভারতের জার্সি গায়ে চড়িয়ে শেষ টেস্ট খেলেছিলেন ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আর ২০১২ সালে নিজের শেষ ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলেছিলেন ইরফান পাঠান। এরপর বাজে পারফরম্যান্সের কারণে ডাক পড়েনি ভারতীয় জাতীয় দলে। তবে খেলা চালিয়ে গেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। ২০১৭ সালে শেষ আইপিএল ম্যাচ খেলার পর টানা তিন আসরে থেকে গেছেন অবিক্রিত, তাই তো এবার ব্যাট বল তুলে রাখলেন তিনি। ৩৫ বছরে এসে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের এই কিংবদন্তী অলরাউন্ডার।

বিজ্ঞাপন

অবসর ঘোষণা ইরফান পাঠান ভারতীয় অলরাউন্ডার ভারতীয় ক্রিকেটার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর