Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় দলে ব্যর্থতার রহস্য জানালেন জীবন


১৮ ডিসেম্বর ২০১৯ ২১:৩৪ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯ ২২:০২

ঢাকা: ক্লাবের জার্সিতে দুর্দান্ত নবীব নেওয়াজ জীবন যেন জাতীয় দলের জার্সিতে ম্যাড়ম্যাড়ে। ঢাকা আবাহনীর হয়ে লিগে গোলের পর গোল পাওয়া জীবন লাল-সবুজ জার্সিতে কোন এক অদৃশ্য কারণে নিজেকে হারিয়ে ফেলেন। দেশের হয়ে ২৬ ম্যাচ খেলে সর্বসাকুল্যে জীবন জালের সন্ধান পেয়েছেন মাত্র চারবার!

আর এমন পারফরম্যান্স জীবনকে সমালোচনার কাঠগড়ায় নিয়ে গেছে বহুবার। প্রশ্নবানে বহুবার জর্জরিত হতে হয়েছে তাকে। জাতীয় দলের হয়ে গোল ব্যর্থতা হতাশার জন্ম দেয় জীবনকে।

বিজ্ঞাপন

সারাবাংলার কাছে ব্যর্থতার রহস্যের কথা জীবন জানালেন নিজের মুখেই, ‘আসলে ক্লাব ফুটবল আর ন্যাশনাল টিম দুটাই আলাদা। ক্লাব ফুটবলে খেলি এক ধরনের আর জাতীয় দলে খেলি অন্যরকম। ক্লাবে সারাবছর থাকি। তাই বোঝাপড়া ভাল হয়। যার কারণে গোল পাই। আরও বেশি সময় দরকার জাতীয় দলে।’

লাল-সবুজ জার্সিতে জীবন প্রথম গোলটি করেছিলেন ২০১৬ সালের ৮ জানুয়ারি শ্রীলঙ্কার সঙ্গে বঙ্গবন্ধু গোল্ডকাপে। তার দু’মাস পর সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে একটি গোল পান জীবন। এরপর পাক্কা ১২৯০ দিন পর লাল-সবুজ জার্সিতে গোলের দেখা পান জীবন। বছরের হিসেবে ৩ বছর ৬ মাস ১১ দিন পর। ভুটানের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচে জোড়া গোল করেন জীবন।

‘‘মাঝে এশিয়ান কাপ, সাফ, বঙ্গবন্ধু গোল্ডকাপসহ বেশ কয়েকটি প্রীতি ম্যাচও খেলে ফেলেছেন তিনি। এরপর বিশ্বকাপ বাছাইয়ের মতো বড় মিশনেও ব্যর্থতা অব্যাহত রেখেছেন। লাল-সবুজ জার্সির নামের পাশে লেখাতে পারেননি একটা গোলও। সবশেষ এসএ গেমসেও খালি হাতে ফিরেছেন জীবন।’’

ঢাকা আবাহনীর জার্সিতে গেল মৌসুমে ১৭ গোল করা এই ফরোয়ার্ড সদ্য শুরু হওয়া ফেডারেশন কাপে ঢাকা আবাহনীকে বড় জয় উপহার দিয়েছেন গোল করেই। ম্যাচ শেষে ক্লাব ও জার্সিতে ‘দুই জীবন’ নিয়ে জানতে চাওয়া হলেন জানান, ‘আজকের ম্যাচে আমার ব্যক্তিগত পারফরম্যান্সে আমি অতটা খুশি না। আমি আরও ভাল করতে চাই। যেহেতু ন্যাশনাল টিমে আমার পারফরম্যান্স খারাপ হয়েছে তাই আমি ইম্প্রুভ করতে চাই। পরিশ্রম করছি। নেক্সট আরও ভাল করার চেষ্টা করবো।’

বিজ্ঞাপন

ক্লাবে আরও পরিশ্রম করেই জাতীয় দলে নিজেকে মেলে ধরতে চান জীবন, ‘আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। শিরোপা ধরে রাখতে চাই। আমরা হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছি ফেডারেশন কাপে। এবার হলে চারবার হবে। সেই লক্ষ্যে পরিশ্রম করে যাচ্ছি।’ নিজের লক্ষ্যের কথা জানালেন, ‘গতবছর লিগে ১৭ গোল করেছিলাম। এবার ২০ গোল করতে চাই।’

জাতীয় দল জীবন নবীব নেওয়াজ জীবন ফুটবল ফেডারেশন কাপ বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর