Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রয়াত হিউজের জন্মদিনে দুই রেকর্ড স্মিথ এবং ওয়ার্নারের


৩০ নভেম্বর ২০১৯ ১৭:০৯ | আপডেট: ৩০ নভেম্বর ২০১৯ ১৭:৫৩

১৯৮৮ সালের ৩০ নভেম্বর অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে জন্ম নিয়েছিলেন ফিলিপ হিউজ। সাবেক এই অজি ওপেনার ২০১৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালীন সময় বলের আঘাতে মৃত্যুবরণ করেন। বেঁচে থাকলে আজ তিনি পা দিতেন ৩১ বছর বয়সে। হিউজের ৩১ তম জন্মদিনে অনন্য দুই রেকর্ড গড়লেন সতীর্থ ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথ।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে অনন্য দুই রেকর্ড দেখলো ক্রিকেট বিশ্ব। ওপেনার ডেভিড ওয়ার্নার করলেন ৭ম অজি ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ারের প্রথম ত্রিশতক। সেই সাথে ভাঙলেন স্যার ব্র্যাডম্যানের করা এক ইনিংসে ৩৩৪ রানের রেকর্ডও। ৩৩৫ রান করে অপরাজিত ছিলেন এই ব্যাটসম্যান।

তারই সাথে তিনি টপকে গেলেন অ্যাডিলেডে স্যার ব্র্যাডম্যানের করা ইনিংস সর্বোচ্চ রানও। অ্যাডিলেডে এর আগে সর্বোচ্চ ইনিংস খেলেছিলেন স্যার ডন ব্র্যাডম্যান ২৯৯ রানের। এবার ওয়ার্নার করলেন ৩৩৫ রান।

বর্তমানে গোলাপি বলে সর্বাধিক রানে ওয়ার্নারের ঝুলিতে। পাকিস্তানের বিপক্ষে করা ৩৩৫ রানে ছাড়িয়ে গেলেন পাকিস্তানেরই আজহার আলিকে। বর্তমানে দিবারাত্রির টেস্টে সর্বাধিক রানের অধিকারী এই অজি ওপেনার। ৫৩৪ রান করে পেছনে ফেলেছেন আজহার আলির ৪৫৬ রানের রেকর্ডকে।

অপরদিকে স্মিথ ভেঙেছেন ৭৩ বছরের রেকর্ড। সবচেয়ে কম ইনিংস খেলে ৭০০০ রানের রেকর্ডটি নিজের নামে লিখিয়ে নিলেন এই অজি ব্যাটসম্যান। তিনি ভেঙেছেন সাবেক ইংলিশ ব্যাটসম্যান ওয়ালী হ্যামল্ডের ১৯৪৬ সালে গড়া রেকর্ড।

টেস্টে ৭০০০ রান তুলতে স্মিথ খেলেছেন ১২৬ ইনিংস। টপকে গেছেন ১৩১ ইনিংসে ৭০০০ রান করা হ্যামল্ডের রেকর্ড। তৃতীয় অবস্থানে আছেন ভারতের বীরেন্দর শেবাগ। ১৩৪ ইনিংস খেলে করেছিলেন তিনি ৭০০০ রানের মাইলফলক।

বিজ্ঞাপন

আরও পড়ুনঃ স্যার ডনের রেকর্ড ভেঙে দিলেন ওয়ার্নার

ডেভিড ওয়ার্নার পাকিস্তান অস্ট্রেলিয়া টেস্ট ফিলিপ হিউজ স্টিভ স্মিথ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর