শীর্ষস্থান ধরে রেখে ইউরোর মূলপর্বে স্পেন
১৬ নভেম্বর ২০১৯ ১৩:০৯ | আপডেট: ১৬ নভেম্বর ২০১৯ ১৩:১৭
ইউরোর মূল পর্ব নিশ্চিত হয়ে গিয়েছিল বেশ কিছুদিন আগেই। তাই সহজ প্রতিপক্ষ মাল্টার সাথে বেশ নির্ভারই খেলেছে স্পেন। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাল্টাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ইউরোর মূল পর্বে গেলো রবার্ট মোরেনো শিষ্যরা।
ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে স্পেন। ২৩ মিনিটে দলকে প্রথম লিড এনে দেন আলভেরো মোরাতা। ৪১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সান্তো কাজরোলা। ২ গোলের লিডে প্রথমার্ধ শেষ করে রেড ফিউরিরা।
দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৬২ মিনিটে গোলবন্যার শুরু করেন তরেস। এরপর ৬৩, ৬৯ এবং ৭১ মিনিটের তিন গোল দলকে ৬-০ তে এগিয়ে নেন সার্বিয়া, ওমোলো এবং মরেনো।
মাল্টার শিবিরে শেষ পেরেকটি ঠুকে দিয়ে বড় জয় নিশ্চিত করেন নাভাস।