Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউরো বাছাইয়ে জয় পেয়েছে ফেভারিটরা


১৫ নভেম্বর ২০১৯ ০৯:৫১ | আপডেট: ১৫ নভেম্বর ২০১৯ ১০:৩৭

ইউরো বাছাই পর্বের ম্যাচে বড় জয় পেয়েছে ইংল্যান্ড। মন্টেনেগ্রোকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে দলটি। অপরদিকে মলডোভার বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।

হাজারতম ম্যাচে নিজেদের মাঠে শুরু থেকেই বেশ আগ্রাসি ভূমিকায় ছিলো গ্যারেথ সাউথগেটের শিষ্যরা। ম্যাচের ১১ মিনিটে দলকে প্রথম লিড এনে দেন অ্যালেক্স অক্সালেড। এরপর চালু হয়ে যায় ইংলিশদের গোল মেশিন। ১৯ এবং ২৪ মিনিটে জোড়া গোলে দলকে এগিয়ে নেন হ্যারি কেন। এরপর ৩০ মিনিটে রাশফোর্ড এবং ৩৭ মিনিটে হ্যারি কেনের হ্যাট্রিক গোলে প্রথমার্ধেই ৫ গোলের লিড পায় ইংল্যান্ড।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ছন্দ হারিয়ে ফেলে ৫ গোলে পিছিয়ে থাকা মন্টেনেগ্রো। ৬৬ মিনিটে গোল ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে বসে। এরপর ৮৪ মিনিটে টমি আব্রাহাম প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি ঠুকে ৭-০ গোলের বড় জয় নিয়ে আসেন।

 

এদিকে মালডোভার বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে ফ্রান্স। ঘরের মাঠে ম্যাচের শুরুতেই পিছিয়ে যায় ফরাসিরা ভেদিম রাতা ম্যাচের ৯ মিনিটে এগিয়ে নেন সফরকারীদের। এরপর ৩৫ মিনিটে রাফায়েল ভারানে ম্যাচে সমতা ফেরান দুর্দান্ত এক গোল করে। ম্যাচের ৭৯ মিনিটে পেনাল্টি পায় স্বাগতিকরা। সেখান থেকে দলকে জয়সূচক গোলটি এনে দেন অলিভার জিরুড।

ইউরো বাছাইপর্ব ইংল্যান্ড ফ্রান্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর