Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেস্ট দলে ফিরলেন ক্যামেরন বেনক্রাফট


১৪ নভেম্বর ২০১৯ ২০:৪০

ছিলেন না অ্যাশেজ সিরিজে দলের সাথে। ছিটকে গিয়েছিলেন লম্বা সময়ের জন্য। তবে লম্বা বিরতির পর অস্ট্রেলিয়া দলে আবার দাক পেয়েছেন ক্যামেরন বেনক্রাফট। আসন্ন পাকিস্তান টেস্ট সিরিজে দলে দাক পেয়েছেন এই উইকেট কিপার ব্যাটসম্যান।

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ঘোষিত ১৪ সদস্যের দলে তাঁর সাথে সাথে প্রথমবারের মতো ডাক পড়েছে পেসার মাইকেল নেসের। দলে ঢুকেছেন জো বার্নস এবং ট্রাভিস হেড।

বিজ্ঞাপন

তবে টেস্টের স্কোয়াড থেকে বাদ পরেছেন মার্কাস হ্যারিস এবং উসমান খাজা।

আগামী ২১ নভেম্বর ব্রিসবেনে শুরু হবে দু দলের প্রথম টেস্ট। দ্বিতীয় এবং একমাত্র দিবা রাত্রির টেস্টটি হবে ২৯ নভেম্বর অ্যাডিলেডে।

অস্ট্রেলিয়ান স্কোয়াড: টিম পেইন (অধিনায়ক), ক্যামেরন ব্যানক্রফট, জো বার্নস, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মাইকেল নেসের, জেমস প্যাট্টিনসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েড ও ডেভিড ওয়ার্নার।

অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্ট দিবা-রাত্রির টেস্ট পাকিস্তান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর