Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাজিলের জয়ের দিনে আর্জেন্টিনার বিদায়


৯ নভেম্বর ২০১৯ ১৫:১২

ব্রাজিলে চলছে তারকা খেলোয়াড় খোজার প্লাটফর্ম হিসেবে পরিচিত অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ। ১৮ তম আসরের শেষ আট ইতোমধ্যেই নিশ্চিত করে ফেলেছে বড় বড় দলগুলো। নিজেদের মাঠে দুর্দান্ত খেলে শেষ আট নিশ্চিত করেছে ব্রাজিল। তবে শেষ আটে পৌছাতে ব্যার্থ হয়েছে ম্যারাডোনা, মেসির উত্তরসূরিরা।

ব্রাজিলের সাথে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা বাকি দলগুলো হল- ফ্রান্স, নেদারল্যান্ডস, স্পেন, ইতালি, মেক্সিকো, প্যারাগুয়ে ও দক্ষিণ কোরিয়া।

বিজ্ঞাপন

ঘরের মাঠে চিলিকে ৩-২ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করে পেলে, রোনালদোর উত্তরসূরিরা। তবে ব্যার্থতার ধারা বহাল রেখে ছিটকে গিয়েছে লা আলবিসেলেস্তের কিশোররা।

নাইজেরিয়াকে ৩-১ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়াকে আর ইতালি কষ্টার্জিত ১-০ জয় পেয়েছে ইকুয়েডরের বিপক্ষে।

অপরদিকে মেক্সিকোর কাছের ২-০ গোলের হার ছিটকে দিয়েছে জাপানকে, অ্যাঙ্গোলার বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে এশিয়ার পরাশক্তি দক্ষিণ কোরিয়া আর সেনেগালের বিপক্ষে ২-১ এ জয় পেয়ে শেষ আট নিশ্চিত করেছে স্পেন।

আর্জেন্টিনা ইতালি দক্ষিণ কোরিয়া ব্রাজিল স্পেন

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর