Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লা লিগায় রাতে মাঠে নামবে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ


৯ নভেম্বর ২০১৯ ১২:৪১

লা লিগায় দুটি ভিন্ন ম্যাচে রাতে মাঠে নামছে বার্সা এবং রিয়াল মাদ্রিদ।  বার্সেলোনা খেলবে সেলটা ভিগোর বিপক্ষে। অপরদিকে রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে এইবার।

টেবিলের ২ নম্বরে থাকা বার্সা রাত ২ টায় ন্যু ক্যাম্পে খেলতে নামছে টেবিলের তলানির দিকে থাকা দল সেলটা ভিগোর। ইনজুরির কারণে ভালভার্দে আজ দলে পাচ্ছেন না জর্ডি আলবা এবং সুয়ারেজকে। ভিগোর বিপক্ষে ভালভার্দে তাই আক্রমণ ভাগ সাজিয়েছেন ফাতি, গ্রিজম্যান এবং মেসিকে দিয়ে। দু দলের মোট ৪৪ দেখায় কাতালানদের জয় ২২ টি ম্যাচে।  ১২ টি ম্যাচ হয়েছে ড্র এবং ১০ টিতে জিতেছে ভিগো। এই ম্যাচ জিতলে টেবিলের শীর্ষে উঠার সম্ভবনা থাকবে বার্সেলোনার।

অপরদিকে বেল, রদ্রিগেজ, মার্সেলো বিহীন রিয়াল মাদ্রিদকে রাতে আতিথ্য দেবে এইবার। নিজেদের মোট ১০ দেখায় ৮ টিতেই জয় জিদান শীষ্যদের। বার্সেলোনার চেয়ে ৪ গোল বেশি করলে এই ম্যাচের পর রিয়াল উঠে আসবে টেবিলের শীর্ষে। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১ টায় শুরু হবে ম্যাচটি।

এফসি বার্সেলোনা জিনেদিন জিদান বার্সেলোনা ভালভার্দে মেসি রিয়াল মাদ্রিদ লা লিগা সুয়ারেজ স্প্যানিশ লা লিগা

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর