আমরা কিছুই জানতাম না: পাপন
২৯ অক্টোবর ২০১৯ ২১:৩৭
ঢাকা: তথ্য গোপনের অভিযোগে সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। আইসিসির স্বতন্ত্র আকসুর পুরো তদন্তের আগাগোড়া কোনও তথ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে ছিল না বলে জানানো হয়। সাকিবের নিষেধাজ্ঞায় হতবাক বিসিবি।
নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। তাদের ওয়েবসাইটে বাংলাদেশ সময় সন্ধ্যার পর প্রেস কনফারেন্স করে বিসিবি। সাকিব আল হাসানসহ বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন উপস্থিত থেকে এই নিষেধাজ্ঞার বিষয়ে প্রতিক্রীয়া ব্যক্ত করেন।
পাপন জানান, ‘স্পষ্ট করে বলতে চাই- সাকিবই সবচেয়ে বড় সাক্ষী, বিসিবি-আমরা কেউ কিচ্ছু জানি না। কি তদন্ত হচ্ছে জানুয়ারি থেকে কিচ্ছু জানতাম না। আকসু একেবারে স্বাধীন। আমার জানা মতে শুধু সাকিবের সাথে ওরা যোগাযোগ করেছে। আমরা খালি রেজাল্টটা জানতে পেরেছি।’
ক্রিকেটারদের আন্দোলন স্থগিত হওয়ার পরে সাকিব বিসিবি বসের সঙ্গে এ বিষয় নিয়ে জানিয়েছেন বলে জানান পাপন, ‘ সাকিবই আমাকে প্রথম বলেছে। আমি অস্বীকার করছি না। দুই-তিন দিন আগে। ওদের সাথে আন্দোলন উইড্রো হওয়ার পরে যেদিন বললো। কতদিনের শাস্তি হচ্ছে আজকে বিকেলের আগেও কিচ্ছু জানতাম না। আমাদের সাথে কারও কোন ইন্টারেকশন হয়নি।’
এমনতাবস্থায় বিসিবি সাকিবের পাশে থাকবে বলে জানান পাপন, ‘তবে আমি মনে করি, আমাদের সকলকে সাকিবের পাশে থাকা উচিৎ। ভেঙে পড়ার কোনও কারণ নেই। ও আইসিসির সঙ্গে সহযোগিতা করে যাক। আমরা ওর পাশে থাকবো। বিসিবি সবসময় ওরা পাশে থাকবে। খুব শিগগিরই সাকিব ফিরে আসবে আর বাংলাদেশকে আরও ভাল অবস্থানে নিয়ে যাবে।’
এই ঘটনায় হতবাক বিসিবি। পাপনের কণ্ঠে তারই প্রতিচ্ছবি, ‘আমরা অত্যন্ত হতবাক। এর থেকে হতবাকের বিষয় আর কিছু হতে পারে বলে আমার জানা নেই। আমি বহুবার বলেছি দুটো খেলোয়াড়ের কোনও সাবস্টিটিউট নেই। অধিনায়ক হিসেবে মাশরাফি আর খেলোয়াড় হিসেবে সাকিব। অন্য সব কিছু বাদ দিয়েও সাকিবের মতো কোনও বিকল্প খেলোয়াড় হয় না। বিশ্বের সেরা অলরাউন্ডার সে।’
এই ঘটনায় ভারত সিরিজে বাংলাদেশের অবস্থান নিয়ে তিনি জানান, ‘সাকিবের খেলতে না পারাটাই আমাদের সবচেয়ে বড় অবাক হওয়ার বিষয়। প্রথমবারের মতো ভারতে চ্যাম্পিয়নশিপ। তাছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। এমন সময় যত চিন্তা করা হয়েছে সেগুলো সাকিবকে ঘিরেই করা হয়েছে। সাকিবকে অধিনায়ক করা হয়েছে। সাকিব বাংলাদেশকে নেতৃত্ব দিবে এটাই চেয়েছিলাম। এই সংবাদে আমরা অত্যন্ত শক্ড।’
‘রাগও হয়েছে ও কেন আমাদের জানাল না। যদিও কখনও প্রকাশ করিনি। দেখার পর বলছি। এটা জেনে ভালো লাগছে সাকিব স্বীকার করেছে এটা বড় কথা নয় সাকিব পুরোপুরিভাবে সহযোগিতা করেছে আকসুকে।’ যোগ করেন পাপন।