Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শীর্ষেই স্মিথ, এগিয়েছেন বোলার সাকিব


১৪ অক্টোবর ২০১৯ ১৯:০৬

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতের দলপতি বিরাট কোহলি খেলেছেন দুর্দান্ত এক ইনিংস। পুনে টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়ে অধিনায়কত্বের ফিফটি স্পর্শ করেছেন। এর সঙ্গে ব্যাট হাতে প্রথম ইনিংসে অপরাজিত ছিলেন ২৫৪ রানে। যার ফলাফল হাতেনাতেই পেয়েছেন কোহলি।

টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার সাবেক দলপতি স্টিভ স্মিথের সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছেন কোহলি। স্মিথ ৯৩৭ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে। ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে কোহলি। ৮৭৮ রেটিং নিয়ে তিনে নিউজিল্যান্ডের দলপতি কেন উইলিয়ামসন, ৮১৭ রেটিং নিয়ে চারে ভারতের চেতশ্বর পূজারা, ৭৪৯ রেটিং নিয়ে পাঁচে নিউজিল্যান্ডের হেনরি নিকোলস আর ৭৩১ পয়েন্ট নিয়ে ছয়ে ইংল্যান্ডের জো রুট।

বিজ্ঞাপন

ভারত-দক্ষিণ আফ্রিকার সিরিজে এখনও ব্যাট হাতে লম্বা ইনিংস খেলতে না পারা প্রোটিয়া তারকা কুইন্টন ডি কক পিছিয়ে দশ নম্বরে নেমে গেছেন। র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে নিউজিল্যান্ডের টম ল্যাথাম (সাত নম্বরে), শ্রীলঙ্কান দিমুথ করুনারত্নে (আট নম্বরে) এবং ভারতের আজিঙ্কা রাহানে (নয় নম্বরে)।

ব্যাটসম্যানদের তালিকায় ২৩ নম্বরে তামিম ইকবাল। সাকিব আছেন ৩০ নম্বরে। ৩৬ নম্বরে জনি বেয়ারস্টোর সঙ্গে যৌথভাবে আছেন মুশফিক। পিছিয়ে গিয়ে মুমিনুল আর মাহমুদউল্লাহ রিয়াদ আছেন যৌথভাবে ৪১ নম্বরে।

এদিকে, বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষস্থানে আছেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। দক্ষিণ আফ্রিকার পেসার কেগিসো রাবাদা দুইয়ে, ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ তিনে, ওয়েস্ট ইন্ডিজের পেসার জেসন হোল্ডার চারে, ইংল্যান্ডের পেসার জেমস আন্ডারসন পাঁচে, নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট ছয়ে অবস্থান করছেন। ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিন দশ থেকে একলাফে সাতে চলে এসেছেন। অশ্বিনকে জায়গা ছেড়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকার পেসার ভারনন ফিল্যান্ডার, নিউজিল্যান্ডের পেসার নেইল ওয়াগনার আর ওয়েস্ট ইন্ডিজের পেসার কেমার রোচকে।

বিজ্ঞাপন

বোলারদের র‌্যাংকিংয়ে সাকিব এগিয়েছেন একধাপ। ভারতের পেসার ইশান্ত শর্মাকে নামিয়ে সাকিব উঠেছেন ২০ নম্বরে। তার রেটিং পয়েন্ট ৬৬৩ আর ইশান্ত শর্মার ৬৬০। বোলারদের ক্যাটাগরিতে ২৩ নম্বরে তাইজুল ইসলাম আর ২৪ নম্বরে মেহেদি হাসান মিরাজ। এছাড়া, মোস্তাফিজ ৫৫, নাঈম হাসান ৬৩, মাহমুদউল্লাহ ৬৭, আবু জায়েদ ৮১, নাজমুল ইসলাম ৯৩ নম্বরে স্থান করে নিয়েছেন।

এদিকে, অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষ ১৪ তে কোনো পরিবর্তন নেই। ১৫ নম্বরে উঠে এসেছেন মেহেদি হাসান মিরাজ। শীর্ষ পাঁচে আছেন যথাক্রমে জেসন হোল্ডার, রবীন্দ্র জাদেজা, সাকিব আল হাসান, বেন স্টোকস এবং রবীচন্দ্রন অশ্বিন।

কোহলি র‍্যাংকিং সাকিব স্মিথ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর