Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হকিতে মেয়েদের ঐতিহাসিক জয়


১০ সেপ্টেম্বর ২০১৯ ১৮:১৯ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৩৭

ঢাকা: হার দিয়ে দেশের নারীদের হকিতে অভিষেক হলেও জয়ের উদযাপন এসে গেলো দ্বিতীয় ম্যাচেই। ইতিহাসের দ্বিতীয় ম্যাচেই জয় পেয়েছে রিতু-তারিন। এয়ার এশিয়া ওমেন্স জুনিয়র এএইচএফ কাপ টুর্নামেন্টে শ্রীলঙ্কাকে হারিয়ে ঐতিহাসিক মুহূর্তের জন্ম দিয়েছে বাংলাদেশ দল।

সিঙ্গাপুরের মাটিতে টুর্নামেন্টের নিজেদের দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের ২-০ গোলে হারিয়েছে তারিকুজ্জামান নান্নুর শিষ্যরা। চলতি বছরে প্রথমবারে মতো নারী হকি দল গঠিত হয়ে প্রথমবার আন্তর্জাতিক আসরে পা পড়েছে দেশের নারী হকির। প্রথম টুর্নামেন্টে দেশের হকির ইতিহাসের প্রথম জয় দেখলো হকি ভক্তরা।

বিজ্ঞাপন

ঐতিহাসিক মুহূর্তটা উপহার দিয়েছে রিতু-তারিনরা।

সিঙ্গাপুরে আজ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকতে লাল-সবুজ জার্সিধারীরা। প্রথম কোয়ার্টার পর্যন্ত রিতুদের আক্রমণ সামলে গেছে লঙ্কান মেয়েরা। দ্বিতীয় কোয়ার্টারে এসে সেই গোলের তালা খুলে ফেলেন বাঘিনীরা। ২৭ মিনিটে গোলের খাতা খুলেন তারিন খুশি। পেনাল্টি কর্নার থেকে গোল জালে পাঠিয়ে এগিয়ে দেন দলকে।

তৃতীয় কোয়ার্টারে বেশ কয়েকটি সুযোগ পেলেও গোলের দেখা পায়নি বাংলাদেশ। থেমে থাকেনি চেষ্টা। চতুর্থ কোয়ার্টারের শেষ মুহূর্তে (৫৮ মিনিটে) আবারও পেনাল্টি কর্নারে গোল। এবার গোলদাতার নাম ফারিয়া আক্তার। স্টিকের ম্যাজিক ছুঁয়ে দিলে বল পৌঁছে যায় ঠিকানায়। ব্যবধান দাঁড়িয়ে যায় ২-০। এ ব্যবধানে ঐতিহাসিক এক জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।

এর আগে প্রথম ম্যাচে সিঙ্গাপুরের কাছে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী হকি দল।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার তৃতীয় ম্যাচে বাংলাদেশের মেয়েরা লড়বে হংকংয়ের বিপক্ষে। যারা প্রথম ম্যাচে উজবেকিস্তানের কাছে ৫-০ ব্যবধানে হেরেছিল। আজ চাইনিজ তাইপের কাছে তারা হেরেছে ২-০ ব্যবধানে। ১৪ সেপ্টেম্বর চতুর্থ ও গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে উজবেকিস্তানের বিপক্ষে। আর ১৫ সেপ্টেম্বর শেষ ম্যাচে রিতু-তারিনদের প্রতিপক্ষ চাইনিজ তাইপে।

শেষ মুহূর্তে নেপাল নাম প্রত্যাহার করে নেয়ায় টুর্নামেন্টে বাংলাদেশসহ মোট ৬টি দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলবে। পরিবর্তিত ফিকশ্চারে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হবে ম্যাচ। টুর্নামেন্টের সেরা দুই দল অংশ নেবে ওমেন্স জুনিয়র এশিয়া কাপ ২০২০-এ।

ঐতিহাসিক জয় নারী বাংলাদেশ হকি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর