Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাচদের পর এবার থাইদের হারালো বাংলাদেশ


২৬ আগস্ট ২০১৯ ২১:৩৮

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের আগে বাংলাদেশ দল প্রস্তুতি ক্যাম্প বা কন্ডিশনিং করছে নেদারল্যান্ডসে। গত শুক্রবার স্বাগতিকদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৬৫ রানে জেতে বাংলাদেশের মেয়েরা। ডাচদের হারানোর পর নিজেদের দ্বিতীয় টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ডকে হারিয়েছে লাল-সবুজরা। সালমা খাতুনের দলটি জিতেছে ৩ উইকেটের ব্যবধানে।

নিজেদের দ্বিতীয় ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। আগে ব্যাট করা থাইল্যান্ড ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ৮৭ রান। নাহিদা ৯ রানে তুলে নেন দুটি উইকেট। ১৩ রানের বিনিময়ে দুটি উইকেট পান সালমা। আর খাদিজাতুল কুবরা ১৬ রান খরচায় পান একটি উইকেট।

বিজ্ঞাপন

জবাবে, বাংলাদেশ ১৮.২ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে। জ্যোতি ৩৭ বলে করেন ইনিংস সর্বোচ্চ ৩৯ রান। রিতু মনি ১২ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন। আর শায়লা শারমিন ১৫ বলে করেন ১১ রান।

৮ দল নিয়ে ৩১ আগস্ট থেকে স্কটল্যান্ডে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। যা চলবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত। টুর্নামেন্টে অংশ নেওয়া বাংলাদেশ আছে ‘এ’ গ্রুপে।

বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনি ও স্বাগতিক স্কটল্যান্ড। ‘বি’ গ্রুপে আছে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, থাইল্যান্ড ও নামিবিয়া। বাছাই পর্বের সেরা দুই দল আগামী ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

টি-টোয়েন্টি থাইল্যান্ড প্রস্তুতি ম্যাচ বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর