Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেনের বাংলাদেশি ফুটবলারকে ‘বিশ্বকাপ ক্যাম্পে’ চান জেমি


১১ আগস্ট ২০১৯ ২১:৩২

ঢাকা: বিশ্বকাপ বাছাইপর্বের মিশনকে সামনে রেখে পুরো দুস্তর প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ। চলতি মাসের তৃতীয় সপ্তাহে ক্যাম্প শুরু হওয়ার কথা জামাল ভূঁইয়াদের। ক্যাম্পে লাল-সবুজ জার্সিতে দেখা যেতে পারে ইউক্রেনের বাংলাদেশি বংশোদ্ভূত এক ফুটবলারকে।

ফুটবলারের নাম ফরিদ আলী আহমেদভিচ। ইউক্রেনের ক্লাব এফসি আর্সেনাল কিয়েভ যুব দল উঠে এসেছেন ফরিদ। খেলছেন পেশাদার ক্লাবে খেলছেন এই ফুটবলার।

বিজ্ঞাপন

ক্যাম্পে ডাকতে তার সঙ্গে যোগাযোগ করেছেন জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে।

এ বিষয়ে জেমি ডে সারাবাংলাকে জানান, ‘তার সঙ্গে আজকেই আমার কথা হয়েছে। পাসপোর্ট জটিলতায় সে আসতে পারছে না। আমরা এই ক্যাম্পের পর দ্রুত বিষয়টি নিয়ে ভাববো।’

বর্তমানে ফরিদ খেলছেন পোল্যাল্ডের সেকেন্ড ডিভিশনে। ক্লাব জিকেএস জাস্টরজেবির হয়ে খেলছেন তিনি। এর আগে ২০১৫ সালে ইউক্রেন প্রিমিয়ার লিগে মেটালার্ফ জাপোরিজিয়া ক্লাবের হয়ে অভিষেক হয় ফরিদের। ২০১৬ সালে পোল্যান্ডের ক্লাবের সঙ্গে যুক্ত হন। তিন বছর ধরে এখানেই খেলছে এটাকিং মিডফিল্ডার হিসেবে।

এই ক্যাম্পের পর আফগানিস্তানের সঙ্গে কাতার বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্ব ও এশিয়ান কাপের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এ ম্যাচের পরে ফরিদকে দেশে আনতে আলোচনায় বসবে বাফুফে।

জেমি ডে ফরিদ আলী বাংলাদেশ ফুটবল

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর