Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ বাছাই পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি


৩১ জুলাই ২০১৯ ১৬:২৭

রাশিয়া বিশ্বকাপের বাজে পারফরম্যান্সের পর জর্জ সাম্পাওলিকে ছেটে ফেলে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন। এরপর দায়িত্ব কাঁধে তুলে দেওয়া হয় লিওনেল স্কালোনিকে। আগামী ডিসেম্বর পর্যন্ত স্কালোনির মেয়াদ থাকলেও তার উপরই আস্থা রাখলো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২২ কাতার বিশ্বকাপের বাছাই পর্যন্ত আর্জেন্টিনা দলের কোচ থাকবেন স্কালোনি।

২০১৮ রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়ার পর কোচ সাম্পাওলি বরখাস্ত হন। তার স্থলাভিষিক্ত হন ৪১ বছর বয়সী স্কালোনি। তার অধীনে কোপা আমেরিকার সবশেষ আসরে খেলেছে মেসির দল। সেমি ফাইনালে স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে হেরেছিল আর্জেন্টিনা। তৃতীয় হয়ে এবারের আসর শেষ করে স্কালোনির শিষ্যরা।

বিজ্ঞাপন

আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানায়, ফেডারেশনের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী স্কালোনি কাতার বিশ্বকাপ বাছাই পর্যন্ত দায়িত্বে থাকবেন।

স্কালোনির অধীনে আর্জেন্টিনা আগামী ৫ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলসে চিলির বিপক্ষে খেলতে নামবে। এর পাঁচদিন পর স্যান অ্যান্তোনিওতে মেক্সিকোর বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনা কোচ বিশ্বকাপ লিওনেল স্কালোনি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর