Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডে বাংলাদেশ


১৬ জুলাই ২০১৯ ১৬:৪৯

বিশ্বকাপের গ্রুপপর্বে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের তোলা ৩২১ রান বাংলাদেশ পেরিয়ে যায় ৫১ বল হাতে রেখে। সেই ম্যাচে সাকিব করেন ১২৪ রান, লিটন ৯৪। দুজনই ছিলেন অপরাজিত। ১৮৯ রানে অবিচ্ছিন্ন জুটিতে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। ৯৯ বলে ১৬ চারে ১২৪ রানে অপরাজিত থাকেন সাকিব। ৬৯ বলে চারটি ছক্কা ও আটটি চারে ৯৪ রানে অপরাজিত থাকেন লিটন।

এই ম্যাচটিই হয়ে গেল এই বিশ্বকাপে সর্বোচ্চ রান তাড়া করে জেতার ম্যাচ। রেকর্ড বুকেও ঢুকে গেছে টাইগার-ক্যারিবীয়ান এই ম্যাচটি।

বিজ্ঞাপন

সাকিবের দাপুটে সেঞ্চুরি আর লিটন দাসের হার না মানা দুর্দান্ত ইনিংসে ওয়ানডেতে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ রানের লক্ষ্য তাড়া করে টাইগাররা জেতে ৭ উইকেটে। সেটি ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়। ওয়ানডেতেও ছিল বাংলাদেশের সবচেয়ে বড় লক্ষ্য তাড়া করে জয়। বিশ্বকাপের গত আসরে স্কটল্যান্ডের বিপক্ষে ৩১৮ রান করে জয় ছিল আগের রেকর্ড। সেবার নেলসনে বাংলাদেশ জিতেছিল ৪ উইকেট হারিয়ে ৩২২ রান তুলে। উইন্ডিজদের বিপক্ষে এই বিশ্বকাপেও বাংলাদেশ তুলেছে ৩২২ রান, উইকেট হারায় তিনটি।

টন্টনে ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেট হারিয়ে তুলেছিল ৩২১ রান। এত বড় স্কোর তাড়ায় আগে কখনোই জেতেনি বাংলাদেশ। সেটিও এবার টপকে গেছে টাইগাররা।

শুধু তাই নয়, বিশ্বকাপের আসরে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ডে শীর্ষ তিনের দুটিতেই নাম লেখা হয় টাইগারদের। এই তালিকায় শীর্ষে আছে আয়ারল্যান্ড। ২০১১ বিশ্বকাপে বেঙ্গালুরুতে আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ইংল্যান্ড তুলেছিল ৩২৭ রান। ৫ বল হাতে রেখে বিশাল এই রান তাড়া করে জেতে আইরিশরা। তাদের হাতে ছিল আরও ৫টি উইকেট। স্কটল্যান্ডের বিপক্ষে গত বিশ্বকাপের ম্যাচ আর এই আসরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ জিতে সর্বোচ্চ রান তাড়া করায় টাইগাররা থেকে গেল দুইয়ে এবং তিন নম্বরে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ বাংলাদেশ রেকর্ড সর্বোচ্চ রান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর