লর্ডসের ফাইনালে হানা দিতে পারে বৃষ্টি
১৪ জুলাই ২০১৯ ১৩:৩২ | আপডেট: ১৪ জুলাই ২০১৯ ১৩:৫০
বিশ্বকাপের ফাইনালে লন্ডনের লর্ডসে মুখোমুখি স্বাগতিক ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। লন্ডনের আবহাওয়ার পূর্বাভাস থেকে জানা যায় স্থানীয় সময় সকাল নয়টার দিকে বৃষ্টির সম্ভবনা রয়েছে।
লন্ডনের আবহাওয়ার পূর্বাভাস পর্যালোচনা করলে দেখা মেলে সকাল নয়টার দিকে লন্ডনে বৃষ্টির সম্ভবনা প্রায় ৭৭ শতাংশ। তবে সময় গড়ানোর সাথে সাথে বৃষ্টির সম্ভবনা কমতে শুর করবে। এমনটাই জানা গেছে আবহাওয়ার পূর্বাভাস থেকে।
তবে ফাইনাল মাচের জন্য রাখা হয়েছে রিজার্ভ-ডে। সোমবার (১৫ জুলাই) আইসিসি ফাইনালের জন্য রিজার্ভ-ডে রেখেছে। তবে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী বৃষ্টির স্থায়িত্ব বেশি সময় হবে না।
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
আরও পড়ুন: যে পাঁচ বিষয়ে চোখ থাকবে ফাইনালে
সারাবাংলা/এসএস
ইংল্যান্ড-নিউজিল্যান্ড ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ ফাইনাল বিশ্বকাপ স্পেশাল বৃষ্টির সম্ভবনা লর্ডস