ধোনিকে ছাড়া প্রথমেই হেরে যেত ভারত: ওয়াহ
১৩ জুলাই ২০১৯ ১০:১২
বিশ্বকাপ থেকে অপ্রত্যাশিতভাবে হেরে বিদায় নিতে হয়েছে ভারতকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪০ রানের মামুলি লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর এই ব্যর্থতার সব দায় এসে পড়েছে সাবেক অধিনায়ক এবং বর্তমান উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনির ওপর।
জনতা ভারতের এই হারে কাঠ গড়ায় দাঁড় করিয়েছে মহেন্দ্র সিং ধোনিকেই। তবে ধোনির সমর্থনে আছেন সাবেক এবং বর্তমান সব ক্রিকেটাররা। কিংবদন্তি সব ক্রিকেটারদেরও পাশে পাচ্ছেন ধোনি। পাকিস্তান থেকে শুরু করে অস্ট্রেলিয়া সব দেশের ক্রিকেটাররাই ধোনির পাশে। সাবেক অজি গ্রেট ক্রিকেটার স্টিভ ওয়াহ আছেন সে দলে।
স্টিভ ওয়াহ বলেন, ‘এটা খুবই খারাপ যে ভারতের পরাজয়ের সম্পূর্ণ দোষ ধোনিকে দেওয়া হচ্ছে। সে এমন একজন ক্রিকেটার যে একা হাতে ভারতকে অনেক ম্যাচ জিতিয়েছে। সে সব সময় ধরেই এমন ভাবে খেলে এসেছে। তবে প্রতিটি ম্যাচই তার একার পক্ষে জেতানো সম্ভব নয়।’
বিশ্বকাপের প্রথম সেমি ফাইনালে মুখোমুখি হয় গ্রুপ পর্বের শীর্ষ দল ভারত এবং চতুর্থ দল হিসেবে সেমি নিশ্চিত করা নিউজিল্যান্ড। ৯ জুলাই নির্ধারিত দিনে বৃষ্টির কারণে প্রথম ইনিংসের খেলা হয় ৪৬.১ ওভার। এরপর খেলা গড়ায় রিজার্ভ-ডে’তে। আর পরের দিন ১০ জুলাই ভারতের সামনে ২৪০ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় কিউরা। জবাবে ব্যাট করতে নেমে ম্যাট হেনরি এবং ট্রেন্ট বোল্টের বোলিং তোপে মাত্র ৫ রানেই সাঁজ ঘরে ভারতীয় টপ অর্ডারের তিন ব্যাটসম্যান। লোকেশ রাহুল, রোহিত শর্মা এবং বিরাট কোহলি প্রত্যেকে নামের পাশে কেবল এক রান যোগ করেন।
এরপর একে একে বিদায় নেন দীনেশ কার্তিক এবং রিশব পন্ত এবং হারদিক পান্ডিয়াও। সপ্তম উইকেট জুটিতে ভারতের হাল ধরেন মহেন্দ্র সিং ধোনি এবং রবীন্দ্র জাদেজা। এই দুইয়ের ব্যাটে ভর করে জয়ের স্বপ্ন দেখছিল ভারত। জাদেজা আউট হলে সব চাপ পড়ে ধোনির ওপর। তবে শেষ পর্যন্ত ৫০ করার পর রান আউট হয়ে ধোনি ফিরে গেলে ভারতের ফাইনালের স্বপ্ন শেষ হয়ে যায়।
আর এরপর থেকেই ধোনিকে ম্যাচ হারের জন্য কাঠ গড়ায় দাঁড় করিয়েছে সমর্থকেরা। তবে অজি গ্রেট স্টিভ ওয়াহ বলেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে ধোনি না থাকলে ভারত আরও আগেই ম্যাচ থেকে ছিটকে যেত। ধোনি ছিল বলেই শেষ পর্যন্ত জয়ের সম্ভবনা ছিল ভারতের। ধোনি দোষ দিলে তার প্রতি অবিচার করা হবে।’
ইংল্যান্ড বিশ্বকাপের ফাইনালে রোববার (১৪ জুলাই) মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। ২৭ বছর পর বিশ্বকাপের ফাইনালে। আর বিশ্ব এবার পেতে যাচ্ছে নতুন কোনো চ্যাম্পিয়নকে।
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
আরও পড়ুন: পাকিস্তানের কাছে হেরে শিরোপা খােয়াল বাংলাদেশ
সারাবাংলা/এসএস
ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ টপ নিউজ ভারত-নিউজিল্যান্ড মহেন্দ্র সিং ধোনি সেমি ফাইনাল স্টিভ ওয়াহ