Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরিফ ম্যাজিকে জয়ে ফিরলো আরামবাগ


৯ জুলাই ২০১৯ ০৬:১২

ঢাকা: শেখ জামালের পর আবাহনীর কাছে টানা দুই ম্যাচ হেরে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফের জয়ে ফিরেছে আরামবাগ ক্রীড়া চক্র। আরিফের জোড়া গোল ম্যাজিকে উড়ন্ত নোফেলকে হারালো মতিঝিলের দলটি।

টানা দুই ম্যাচে জয়ে উড়তে থাকা নোফেল ঘরের মাঠ শহীদ ভুলু স্টেডিয়ামে তিন পয়েন্ট খোয়ালো আরামবাগের কাছে। ২-১ ব্যবধানে হেরে জয়ের যাত্রা থেমে গেল। আগের দুই ম্যাচে হ্যাটট্রিক পাওয়া ইসমাইল বাঙ্গুরা এ ম্যাচেও গোলের যাত্রা অব্যাহত রেখেছে।

বিজ্ঞাপন

বিপিএলের প্রথম লেগেও ময়মনসিংহ স্টেডিয়ামে নোফেলকে ১-০ ব্যবধানে হারিয়েছিল আরামবাগ।

সোমবারের ম্যাচে লাগাতার হারা আরামবাগ জয়ের নেশায় আক্রমণ খেলতে থাকে। ম্যাচের প্রথম গোলটাও আসে মারুফুল হকের শিবির থেকেই। ৭ মিনিটের মাথায় পল এমিলের পাস থেকে ডিবক্সের ভেতরে ডিফেন্ডারকে ভেলকি দিয়ে আলতো টোকায় বল জালে জড়ান আরিফুর রহমান। লিড নেয় আরামবাগ।

বৃষ্টিতে কর্দমাক্ত মাঠের মধ্যেই দ্বিতীয়ার্ধ শুরু হয়। ৬৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সেই আরিফ। এবার গোলটা আরও দুর্দান্ত। বুদ্ধিদীপ্ত। বলটা গোলকিক থেকে সরাসরি জাহিদ হোসেইনের পায়ে। ডি বক্সের সামনে থাকা আরিফকে উড়ন্ত পাস দেন জাতীয় দলের সাবেক এই স্ট্রাইকার। প্রথমে বলটা বুকে নিয়ে নামালেন। ডিফেন্ডারকে বোকা বানিয়ে ড্রিবলিং করলেন। বাঁ পায়ে দুর্দান্ত ফিনিশিং দিলেন আরিফ। তাতেই ব্যবধান ২-০ করে ফেলে সফরকারিরা।

ম্যাচের ৮৪ মিনিটের ব্যবধান কমিয়ে ফেলে স্বাগতিক নোফেল। জামির উদ্দীনের গতির ফ্রিকিক গিয়ে পড়ে সিক্স ইয়ার্ডের ভেতরে থাকা বাঙ্গুরার গায়ে। বল চলে যায় জালে। এ গোলে সর্বোচ্চ গোলের তালিকায় চারে উঠে আসে বাঙ্গুরা। এ গোল নিয়ে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১১ তে।

বিজ্ঞাপন

২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে। পূর্ণ তিন পয়েন্ট যোগ করে ১৯ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান করছে আরামবাগ। অন্যদিকে এক ম্যাচ কম খেলে ১৬ পয়েন্ট নিয়ে দশে অবস্থান করছে নোফেল।

সারাবাংলা/জেএইচ

আরামবাগ ক্রীড়া সংঘ আরিফুর রহমান নোফেল স্পোর্টিং ক্লাব বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর