Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্বল তুরস্ক হারালো বিশ্ব চ্যাম্পিয়নদের


৯ জুন ২০১৯ ০৯:৩৩

উয়েফা ইউরো ২০২০ এর বাছাই পর্বে তুরস্কের কাছের হেরেছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। তুরস্কের কোনিয়া বায়াকশার স্টেডিয়ামে শনিবার রাত পৌনে একটায় মুখোমুখি হয় দু’দল। তারকাঘেরা ফ্রান্সকে ২-০ গোলে পরাজিত করে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে তুরস্ক।

ঘরের মাঠে তারা শক্ত প্রতিপক্ষ, তবে কে ভেবেছিল এভাবে বিশ্বচ্যাম্পিয়নদের নাকানিচুবানি দিয়ে হারাবে তুরস্ক। ইউরো বাছাই পর্বের এইচ গ্রুপের হাই ভোল্টেজ ম্যাচের শুরু থেকেই দারুণ খেলতে থাকে তুরস্ক।

বিজ্ঞাপন

ম্যাচের প্রথমার্ধেই লে ব্লুজরা কিছু বুঝে ওঠার আগেই হজম করে বসে দুই গোল। তারপরেও বিশ্ব চ্যাম্পিয়নদের হারের কথা ভাবেনি তখন কেউই। তবে জাদুকরি এক ম্যাচ উপহার দিলো তুরস্ক।

ম্যাচের ৩০ মিনিটে কান আয়হান আর ৪০ মিনিটে চেঙিজ আন্দারের গোলে ২-০ গোলে এগিয়ে যায় তুরস্ক। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে আসার সুযোগ পেলেও তা গোলে পরিণত করতে ব্যর্থ গ্রিজম্যান, এমবাপেরা।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় তুরস্ক ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে।

সারাবাংলা/এসএস

অ্যান্তোনিও গ্রিজম্যান উয়েফা ইউরো বাছাইপর্ব কিলিয়ান এমবাপে ফুটবল ফ্রান্স ফ্রান্স-তুরস্ক