Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধারাভাষ্যকারদের সতর্ক করে দিয়েছে আইসিসি


৯ জুন ২০১৯ ০৬:০২

গত ৩০ মে ইংল্যান্ডে শুরু হয়েছে দ্বাদশ বিশ্বকাপ। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির মেগা এই ইভেন্টে কাজ করছেন প্যানেলে থাকা বিখ্যাত ধারাভাষ্যকাররা। তালিকায় বিখ্যাতদের সঙ্গে আছেন বাংলাদেশের আতহার আলী খান। বিশ্বকাপের গত আসরে ধারাভাষ্য দিয়েছিলেন মোট ৮ জন। এবার সেই তালিকা বর্ধিত করে ২৪ জনে উন্নীত করেছে আইসিসি। এই ধারাভাষ্যকারদের সতর্ক করে দিয়েছে আইসিসি।

এবারের বিশ্বকাপে বিষফোঁড়া হয়ে দেখা দিয়েছে আম্পায়ারিং বিতর্ক। ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া ম্যাচে দেখা গেছে একের পর এক বাজে আম্পায়ারিং। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উঠেছে আলোচনা-সমালোচনার ঝড়। আম্পায়ারদের সমালোচনা করতে কার্পণ্য করেননি সেই ম্যাচে উপস্থিত ধারাভাষ্যকাররাও।

বিজ্ঞাপন

কমেন্ট্রি বক্সে বসে আম্পায়ারদের অগ্রহণযোগ্য ভুলের সমালোচনা করেছেন তারা। আর তাতেই ধারাভাষ্যকারদের ওপর চটেছে আইসিসি। আইসিসি থেকে একটি সতর্কবার্তা পাঠানো হয়েছে।

ওই ম্যাচে উইন্ডিজের বিপক্ষে প্রায় পাঁচটি ভুল সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের আম্পায়ার গ্যাফানি। কমেন্ট্রি বক্সে বসে ক্যারিবীয়ান গ্রেট ও জনপ্রিয় ধারাভাষ্যকার মাইকেল হোল্ডিং নিজের দেশের বিরুদ্ধে যাওয়া এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। ধারাভাষ্য রুমে বসে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে হোল্ডিং বলেন, ‘আমি এটা না বলে থাকতে পারছি না যে এই ম্যাচে খুবই বাজে আম্পায়ারিং হয়েছে। ম্যাচের দায়িত্বে থাকা আম্পায়াররা নির্দয় এবং দুর্বল।’

মূলত হোল্ডিংয়ের এই কথার জের ধরে ধারাভাষ্যকারদের সতর্কবার্তা পাঠিয়েছে আইসিসি। তবে, অফিসিয়াল ওয়েবসাইটে কোনো নোটিশ জারি করেনি আইসিসি। ব্যক্তিগতভাবে অনেককেই ই-মেইল পাঠিয়ে সতর্ক করেছে সংস্থাটি। মেইলে এটাও বলা হয়েছে আম্পায়ারের ব্যাপারে যেন ধারাভাষ্যকাররা নিরপেক্ষ থাকেন এবং তাদের ভালো কাজের প্রশংসা করেন।

বিজ্ঞাপন

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

সারাবাংলা/এমআরপি

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ ধারাভাষ্যকার র‌্যাবিটহোল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর