ইনজুরিতে নেইমার, বদলি হিসেবে উইলিয়ান
৮ জুন ২০১৯ ১০:০৬ | আপডেট: ৮ জুন ২০১৯ ১৩:১২
কোপা আমেরিকার মুল পর্ব থেকে ইনজুরির কারণে ছিটকে গেছেন নেইমার জুনিয়র। আর তার বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন চেলসির উইঙ্গার উইলিয়ান।
কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচে ডান পায়ের গোড়ালিতে আঘাত পান। আর আঘাত পেয়েই মাঠের ভেতরে কান্নায় ভেঙে পড়েন নেইমার। নিজেই হয়তো বুঝতে পেরেছিলেন কোপাটা আর খেলা হচ্ছে না তার।
শুক্রবার ব্রাজিল কোচ তিতে নেইমারের বদলি হিসেবে দলে ডাক দিয়েছেন উইলিয়ানকে। আগামী ১৪ জুন ব্রাজিলে এবারের কোপা আমেরিকার আসর শুরু হচ্ছে। আর ব্রাজিলের চোখ নিজেদের মহাদেশের শ্রেষ্ঠত্ব অর্জন।
সারাবাংলা/এসএস