Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোহলিদের ২২৮ রানের টার্গেট দিল প্রোটিয়ারা


৫ জুন ২০১৯ ১৮:৫৬ | আপডেট: ৫ জুন ২০১৯ ১৯:১১

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নেমেছে ভারত। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন প্রোটিয়া দলপতি ফাফ ডু প্লেসিস। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে প্রোটিয়ারা তুলেছে ২২৭ রান। জয়ে মিশন শুরু করতে হলে টিম ইন্ডিয়াকে করতে হবে ২২৮ রান।

ইনিংসের তৃতীয় ওভারে জাসপ্রিত বুমরাহর বলে স্লিপে রোহিত শর্মার হাতে ক্যাচ তুলে দেন এক ম্যাচ পর একাদশে ফেরা হাশিম আমলা (৬)। ষষ্ঠ ওভারে আবারো আঘাত হানেন বুমরাহ। এবার ফিরিয়ে দেন আরেক ওপেনার কুইন্টন ডি কককে। বিরাট কোহলির হাতে ধরা পড়ার আগে তিনি করেন ১০ রান। এরপর ৫৪ রানের জুটি গড়েন দলপতি ফাফ ডু প্লেসিস এবং ভ্যান ডার ডুসেন। ইনিংসের ২০তম ওভারে যুভেন্দ্র চাহাল ফিরিয়ে দেন ডুসেনকে। ৩৭ বলে ২২ রান করে বোল্ড হন ডুসেন। একই ওভারে চাহাল বোল্ড করেন ৫৪ বলে চারটি চারের সাহায্যে ৩৮ রান করা প্রোটিয়া দলপতি ফাফ ডু প্লেসিসকে।

বিজ্ঞাপন

২৩তম ওভারে ব্যক্তিগত ৩ রান করা জেপি ডুমিনিকে এলবির ফাঁদে ফেলেন কুলদীপ যাদব। দলীয় ৮৯ রানের মাথায় টপঅর্ডারের পাঁচ ব্যাটসম্যানকে হারায় দক্ষিণ আফ্রিকা। ফেলুকাওয়ো-ডেভিড মিলারের ৪৬ রানের জুটি ভাঙেন চাহাল। ৪০ বলে ব্যক্তিগত ৩১ রানে চাহালের বলে তারই হাতে ধরা পড়েন মিলার। চাহাল নিজের চতুর্থ উইকেট তুলে নিতে বিদায় করেন আন্দেইল ফেলুকাওয়োকে (৩৪)।

এরপর কেগিসো রাবাদাকে নিয়ে এগুতে থাকেন ক্রিস মরিস। ৬৬ রানের জুটি গড়ে ইনিংসের শেষ ওভারে ভুবনেশ্বর কুমারের বলে বিদায় নেন ক্রিস মরিস। তার আগে ৩৪ বলে একটি চার আর ‍দুটি ছক্কায় তিনি করেন ৪২ রান। ইনিংসের শেষ বলে ইমরান তাহিরকে আউট করেন ভুবনেশ্বর কুমার। রাবাদা ৩৫ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন।

বিজ্ঞাপন

বুধবার (৫ জুন) ইংল্যান্ডের সাউদাম্পটনের হ্যাম্পশায়ার বোলে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় শুরু হয় ম্যাচটি।

নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরে বিশ্বকাপ যাত্রা শুরু হয়েছে প্রোটিয়াদের। প্রথম ম্যাচে ইংলিশদের বিপক্ষে হেরেছে ১০৪ রানের বিশাল ব্যবধানে। আর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ প্রোটিয়াদের হারিয়েছে ২১ রানের ব্যবধানে।

আইসিসির প্রকাশিত সবশেষ র‌্যাংকিংয়ে ভারত আর দক্ষিণ আফ্রিকা অবস্থান করছে যথাক্রমে তিন আর চারে। ১২১ রেটিং পয়েন্ট নিয়ে ভারতের অবস্থান দ্বিতীয় আর ভারতের থেকে মাত্র ৬ রেটিং পয়েন্ট কম ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে প্রোটিয়াদের অবস্থান চতুর্থ স্থানে।

বিশ্বকাপে হেড টু হেড মোট ম্যাচ: ৪টি, দক্ষিণ আফ্রিকা জয়ী: ৩টি। ভারত জয়ী: ১টি। মুখোমুখি দুই দল: মোট ম্যাচ: ৮৩টি। দক্ষিণ আফ্রিকা জয়ী: ৪৬টি। ভারত জয়ী: ৩৪টি। ড্র: ০টি ম্যাচ পরিত্যক্ত: ৩টি।

দক্ষিণ আফ্রিকা একাদশ:
ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), জেপি ডুমিনি, ডেভিড মিলার, আন্দেইল ফেলুকাওয়ো, ইমরান তাহির, কেগিসো রাবাদা, কুইন্টন ডি কক, রাসি ভ্যান ডুসেন, হাশিম আমলা, ক্রিস মরিস এবং তাবরাইজ সামসি।

ভারত একাদশ:
বিরাট কোহলি (অধিনায়ক), মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, হারদিক পান্ডিয়া, যুভেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ, কেদার যাদব, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব এবং লোকেশ রাহুল।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

সারাবাংলা/এমআরপি

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ দক্ষিণ আফ্রিকা ভারত র‌্যাবিটহোল

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর