Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত ম্যাচের আগে রোমাঞ্চিত সাইফউদ্দিন


২৭ মে ২০১৯ ২০:৪৫ | আপডেট: ২৮ মে ২০১৯ ১৫:০৭

খুব বেশি দিন হয়নি ওয়ানডে ক্রিকেট খেলছেন সাইফউদ্দিন। ২০১৭ সালের অক্টোবরে কিম্বার্লিতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে রঙিন পোশাকে যাত্রা শুরু করা এই তরুণ টাইগার প্রায় দেড় বছরে ম্যাচ খেলেছেন ১৩টি। যেখানে প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে। বোঝাই যাচ্ছে ভারতের বিপক্ষে এখনো ব্যাটিং-বোলিংয়ের সুযোগ তার হয়ে ওঠেনি।

বিজ্ঞাপন

তবে এবার হয়তো সেই সুযোগ তিনি পাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার (২৮ মে) তার প্রতীক্ষার অবসান হতে চলেছে। আর তাতে ভীষণ রোমাঞ্চিত এই পেস বোলিং অলরাউন্ডার। কেননা ভারতের সঙ্গে খেলাটা তার বাল্যবেলার স্বপ্ন।

সোমবার (২৭ মে) কার্ডিফের সোফিয়া গার্ডেনসে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন সাইফ। এ সময় তিনি জানান, ‘আমি এখনো ভারতের বিপক্ষে খেলিনি। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে খেললে তাদের বিপক্ষে আমার প্রথম ম্যাচ হবে। তো সত্যি বলতে আমি অনেক রোমাঞ্চিত। ছোট বেলা থেকেই স্বপ্ন ছিল ভারতের বিপক্ষে ম্যাচ খেলব। ভালো করি আর খারাপ করি সেটা বিধাতার হাতে।’

বৈশ্বিক আসরে বাংলাদেশ ভারতকে হারিয়েছে আজ থেকে প্রায় এক যুগ আগে। সেটা ২০০৭ সালের কথা। এরপর বিশ্বকাপের আর কোনো আসরেই দলটির বিপক্ষে জয়ের আনন্দে উদ্বেলিত হয়ে টিম টাইগারকে মাঠ ছাড়তে দেখা যায়নি। বিশ্বকাপের বাইরে সম্প্রতিক সময়ের দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক টুর্নামেন্টেও কোহলিদের সামনে নিস্প্রভ টাইগাররা। কাজেই ভারতের বিপক্ষে হারের বৃত্ত ভাঙাটা এখন সময়েরই দাবী। যা ভাঙতে নিজের শতভাগ উজাড় করে দেওয়ার প্রতিশ্রুতি মিলল সাইফউদ্দিনের কণ্ঠে।

বিজ্ঞাপন

তরুণ এই অলরাউন্ডার জানালেন, ‘আমরা শেষ যতগুলো ম্যাচ খেলেছি একদম শেষে গিয়ে হেরেছি। কিন্তু চেষ্টা করব আমার শতভাগ দেওয়ার জন্য। আর সবচাইতে বড় কথা হলো যেহেতু টুর্নামেন্টের শেষের দিকে ওদের সাথে আমাদের ম্যাচ আছে, শেষের দিকে ওই ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ওই ম্যাচটায় যদি ভালো করতে পারি এটা আমাদের কাজে দেবে।’

বিশ্বকাপের এবারের আসরে বাংলাদেশ যে আত্মবিশ্বাস নিয়ে এসেছে সেটা তুলনাহীন। ত্রিদেশীয় সিরিজের মুকুট জিতে নামবে বিশ্বকাপে। কিন্তু আয়ারল্যান্ডের উইকেট ও ইংল্যান্ডের উইকেটের মধ্যে বিস্তর তফাত থাকবে এটাই স্বাভাবিক। সেটা ছিল তিন জাতির টুর্নামেন্ট আর এটা বিশ্বকাপ। যেখানে নূন্যতম ৩০০ রানের ম্যাচ হবে। জয় তুলে নিতে প্রতিপক্ষকে সন্দেহাতীতভাবেই ৩০০ রানের নিচে বেধে দিতে হবে। কাজেই ম্যাচ জয়ে ব্যাটসম্যানদের চাইতে বোলারদের ভূমিকা কোনো অংশেই কম থাকবে না।

সেই লক্ষ্যে অবশ্য আশাহত করেননি সাইফউদ্দিন, ‘ইংল্যান্ড, আয়ারল্যান্ডের আবহাওয়া অনেকটা কাছাকাছি। কিন্তু উইকেট হয়তবা আলাদা থাকবে। বোলারদের জন্য চ্যালেঞ্জিং। তারপরও আমরা জানি ভালো বল করলে সব উইকেটে সুবিধা পাওয়া যায়। বোলাররা নিজের জায়গা থেকে ভালো বল করলে প্রতিপক্ষকে ৩০০ রানের নিচে রাখা সম্ভব। যা আমাদের ব্যাটসম্যানদের জন্য সেটা ভালো হবে।’

সারাবাংলা/এমআরএফ/এমআরপি

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ টাইগার বাংলাদেশ ভারত সাইফউদ্দিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর