Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খেলোয়াড় বিক্রিতে রিয়ালের লক্ষ্য তিনশো মিলিয়ন ইউরো


২৭ মে ২০১৯ ১৭:১০

নতুন মৌসুম শুরুর আগেই রিয়ালে নিজের দ্বিতীয় অধ্যয় শুরু করেছেন জিদান। আর নতুন শুরুর আগে জিদানের শর্ত ছিল দলের প্রয়োজনীয় সকল জায়গাগুলোতে নতুন ফুটবলারের। আর তাতেই রাজী প্রেসিডেন্ট ফ্লোরিন্তিনো পেরেজ।

শেষ ২০১৪ সালে বড় কোনো তারকাকে রিয়ালে ভিড়িয়েছিলেন পেরেজ। এরপর থেকে আর তেমন কোনো তারকাকে দলে ভেড়াতে দেখা যায়নি লস ব্ল্যাঙ্কোসদের। জেমস রড্রিগেজকে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের পর দলে ভেড়ায় ৮০ মিলিয়ন ইউরোর থেকে কিছু বেশিতে।

বিজ্ঞাপন

আর এরপর থেকে দলবদলের মৌসুমে একদমই ম্যাড়মেড়ে সময় পার করে রিয়াল। আর ২০১৮ সালে চ্যাম্পিয়ন্স লিগ জয় করার পর ক্রিস্টিয়ানো রোনালদো ক্লাব ছাড়ে। এরপরেই যেন ভেঙে পড়ে দল। রোনালদোর সাথে বিদায় জানিয়েছিলেন জিদানও সাথে নিয়ে গিয়েছিলেন রিয়ালের চ্যাম্পিয়ন মনোভাবটাও।

এক মৌসুমে দুই কোচ বরখাস্ত করেও সাফল্যের দেখা মেলেনি। তাই স্প্যানিশসহ আন্তর্জাতিক সকল গণমাধ্যমে জোর গুঞ্জন উঠেছে এবার দলকে ঢেলে সাজাবেন জিজু। ক্লাবে যোগ দিবেন অনেক তারকা আর তাদের জায়গা করে দিতে ক্লাব ছাড়তে হবে বেশ কিছু ফুটবলারকে।

এক প্রকার নিশ্চিত ক্লাবে আসছেন এডেন হ্যাজার্ড। আর ট্রান্সফার ফি হিসেবে চেলসিকে দিতে হবে কমপক্ষে ১০০ মিলিয়ন ইউরো। আর আক্রমণভাগে যোগ হচ্ছেন ফ্রাঙ্কফ্রুটের হয়ে এ মৌসুমে ইউরোপ মাতানো লুকা জোভিচ। তার জন্য রিয়ালকে গুণতে হবে প্রায় ৭০ মিলিয়ন ইউরো।

আর মৌসুম শুরুর আগেই দুই ব্রাজিলিয়ান রদ্রিগো আর এডের মিলিতাও এর পেছনে ৯০ মিলিয়ন ইউরো খরচ করেছে রিয়াল। হ্যাজার্ড, জোভিচ, রদ্রিগো আর মিলিতাও কে দলে ভেড়াতেই ক্লাবের খরচ প্রায় ২৬০ মিলিয়ন ইউরো।

বিজ্ঞাপন

এছাড়াও জিদানের ব্যক্তিগত পছন্দ ফারল্যান্ড মেন্ডি যার জন্য অলিম্পিক লিও চাইছেন ৪০ মিলিয়ন আর ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার পল পগবাকে ১৫০ মিলিয়নের কমে ছাড়বে না ম্যানচেস্টার ইউনাইটেড।

সব মিলিয়ে এই মৌসুমে রিয়ালের খরচের লক্ষ্য প্রায় ৪৫০ মিলিয়ন ইউরো। তবে উয়েফার ফেয়ার প্লে পলিসির জন্য নির্দিষ্ট অঙ্কের বেশি অর্থ খরচ করতে পারবে না কোন ক্লাবই। তাই তো খেলোয়াড় কেবল কিনলেই হবে না, কিছু খেলোয়াড়কে বিক্রি করে ব্যাঙ্কের হিসাবটাও মিলিয়ে রাখতে হবে অল হোয়াইটসদের।

আর এই দল থেকে বেশ কিছু ফুটবলারকে বিদায় দিয়ে রিয়াল অর্জন করতে চায় ৩০০ মিলিয়ন ইউরো। ক্লাব ছাড়ার তালিকায় আছেন গ্যারেথ বেল, জেমস রড্রিগেজ, ইস্কো, মার্কোস লরেন্তে, ড্যানি সেবায়োস, মারিয়ানো দিয়াজ, কেইলর নাভাসসহ আরও কয়েকজন।

এই ফুটবলারদের বিক্রি করে রিয়াল তাদের ব্যাঙ্ক একাউন্টে যোগ করতে চায় কমপক্ষে ৩০০ মিলিয়ন ইউরো। খরচ এবং উপার্জন সমান পর্যায়ে রাখতেই রিয়ালের এই ব্যবস্থা।

তবে শেষ পর্যন্ত ফুটবলার কিনে কত খরচ হবে আর বিক্রি করে কত অর্থ ক্লাবের একাউন্টে ঢুকবে তা পরিষ্কার হবে দলবদলের মৌসুম শুরু হলেই। তবে নিশ্চিত ভাবেই আসছে রিয়ালে এক আমূল পরিবর্তন।

সারাবাংলা/এসএস

ইস্কো এডেন হ্যাজার্ড জেমস রড্রিগেজ ট্রান্সফার মার্কেট পল পগবা ফুটবল রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর