রেকর্ড গড়ে ফাইনালে চেন্নাই, প্রতিপক্ষ মুম্বাই
১১ মে ২০১৯ ১০:২০ | আপডেট: ১১ মে ২০১৯ ১৩:০৯
আইপিএলের ১২তম আসরে অষ্টমবারের মত ফাইনালে চেন্নাই সুপার কিংস। দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে গত বছর আইপিএলে ফিরেছে চেন্নাই।
এবছর দিল্লী ক্যাপিটালকে কোয়ালিফাইয়ারে হারিয়ে ফাইনালে উঠেছে চেন্নাই। দিল্লীর দেওয়া ১৪৮ রানের জয়ের লক্ষ্যে ৬ উইকেট হাতে রেখেই পৌঁছে যায় ধনিরা।
প্রথমে ব্যাট করে রিশাব পান্টের ৩৮ আর কলিন মানরোর ২৭ রানে ভর করে ১৪৭ রান তোলে দিল্লী ক্যাপিটালস। জবাবে ব্যাট করতে নেমে ফাফ ডু প্লেসি আর শেন ওয়াটসন তুলে নেন অর্ধশতক।
শেষ পর্যন্ত ৬ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় তিনবারের চ্যাম্পিয়নর চেন্নাই।
রবিবার ১২ মে রাত আটটায় হায়দ্রবাদে অনুষ্ঠিত হবে ফাইনাল।
দুই বছরের নিষেধাজ্ঞা থেকে ফিরেই ২০১৮ সালে আইপিএলের মুকুট পুনরুদ্ধার। আর এবছর আবারও জায়গা করে নিয়েছে ফাইনালে।
এর আগে সাতবার আইপিএলের ফাইনালের চারটিতেই হারের মুখ দেখতে হয়েছে অধিনায়ক মহেন্দ্র সিং ধনির দলকে।
এবার ফাইনালে মুখোমুখি তিনবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের। রোহিত শর্মার অধিনায়কত্বে মুম্বাই আছে দারুণ ফর্মে। হাড্ডাহাড্ডি লড়াই দেখতে মরিয়া আইপিএল সমর্থকেরা।
সারাবাংলা/এসএস