Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসপাতাল ছাড়লেন ক্যাসিয়াস, ফুটবলে ফিরবেন তো?


৭ মে ২০১৯ ১১:০৭

বুধবার পোর্তোর হয়ে অনুশীলন করার সময় হার্ট স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন ইকার ক্যাসিয়াস। সোমবার হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে কিংবদন্তী এই গোলকিপারকে। তবে সংশয় থাকছে ফুটবলে মাঠে আবারো তার ফেরা নিয়ে।

স্প্যানিশ এবং রিয়াল মাদ্রিদের কিংবন্দন্তী গোলকিপারের সুস্থতা কামনায় প্রার্থনা করে পুরো ফুটবল বিশ্ব। আর সৃষ্টিকর্তা জবাব দিয়েছেন সে প্রার্থনার।

সোমবার হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন ক্যাসিয়াস। তবে ডাক্তারদের নির্দেশনা আর কখনোই ফুটবল মাঠে নামতে পারবেন না এই ফুটবলার।

ক্যাসিয়াস বলেন, ‘আমি সুস্থ হয়ে ফিরেছি এটাই সব থেকে গুরুত্বপূর্ণ। যারা আমার জন্য শুভকামনা জানিয়েছে তাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ।’

তিনি আরও যোগ করেন, ‘সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি বেঁচে আছি। পুরোপুরি সুস্থ হওয়ার পরই ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করবো আমি।’

ডাক্তারদের মতে আবারও ফুটবল খেলতে নামাটা ক্যাসিয়াসের জন্য ক্ষতিকর হবে। তবে কি এভাবেই ফুটবলকে বিদায় জানাবেন বিশ্বকাপ জয়ী এই গোলকিপার?

অবসর গ্রহণ করলেও ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা গোলকিপার এবং নেতাদের মধ্যে একজন হয়েই থাকবেন সেইন্ট ইকার ক্যাসিয়াস।

সারাবাংলা/এসএস

ইকার ক্যাসিয়াস ফুটবল রিয়াল মাদ্রিদ স্প্যানিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর