ইংলিশ লিগে না খেলেও সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসি!
৬ মে ২০১৯ ১৬:২১ | আপডেট: ৬ মে ২০১৯ ১৬:২৬
ইউরোপের টপ লিগ গুলোর মধ্যে সব থেকে প্রতিদ্বন্দিতাপূর্ণ লিগ ইংলিশ প্রিমিয়ার লিগ। অনিশ্চয়তায় ভরপুর লিগে একে অন্যকে একচুলও ছাড় দেয়না কোন ক্লাবই। সব থেকে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণতার পাশাপাশি বোদ্ধাদের মতে সব থেকে কঠিন লিগও এটিই।
আর ইপিএলের কোন দলের হয়ে কখনো না খেললেও সেরা ছয় দলের বিপক্ষে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় আছেন লিওনেল মেসি। ২০১১-২০১২ মৌসুমের পর থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ ছয় দলের বিপক্ষে সর্বোচ্চ গোল করেছেন মেসির স্বদেশী সার্জিও আগুয়েরো।
শেষ আট মৌসুমে ম্যানচেস্টার সিটির জার্সি গায়ে চড়িয়ে ইংলিশ লিগের শীর্ষ ছয় দলের বিপক্ষে আগুয়েরোর গোল ৪৩টি। আর তারপরেই ৪১ গোল করে দ্বিতীয় অবস্থানে আছেন লিস্টার সিটির ফরোয়ার্ড জেমি ভার্ডি।
আর ২৬ গোল করা এডেন হ্যাজার্ড আছেন লিওনেল মেসির ঠিক ওপরে তৃতীয় স্থানে। এরপরেই চতুর্থ স্থানে আছেন লিওনেল মেসি। এই তালিকায় উঠতে মেসিকে করতে হয়েছে ২৫ গোল।
এমন কত শত রেকর্ডই না করেছেন মেসি। তবে ইংলিশ লিগে না খেলেও সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় নাম তোলাটা বেশ বিস্ময়কর।
শেষ আট মৌসুমে ইংলিশ লিগের ক্লাব গুলোর সাথে ৩৩ ম্যাচে মুখোমুখি হয়েছেন লিওনেল মেসি। আর এই ৩৩ ম্যাচে ২৬ গোল করে তালিকায় পেছনে ফেলেছেন হ্যারি কেইন, রবিন ভ্যান পার্সি আর ওয়েন রুনির মত ফুটবলারকে।
চলতি মৌসুম ২০১৮-২০১৯ এ ইংল্যান্ডের শীর্ষ ছয় ক্লাবের বিপক্ষে ছয় গোল করে সর্বোচ্চ গোলদাতাও লিওনেল মেসি।
মেসির পরেই আছেন লিভারপুলের রবার্তো ফিরমিনো পাঁচ গোল করে। চার গোল করেছেন টটেনহাম তারকা ফরোয়ার্ড কেইন। তিনটি করে গোল করেছেন সাদিও মানে হ্যাজার্ডও।
শীর্ষ ছয় দলের মধ্যে আর্সেনালের বিপক্ষে করেছেন সর্বোচ্চ ৯ গোল। ম্যানচেস্টার সিটির বিপক্ষে আছে ছয় গোল। যথাক্রমে চারটি এবং তিনটি গোল করেছেন ম্যানচেস্টার ইউনাইটেড আর চেলসির বিপক্ষে। সমান দুই গোল আছে লিভারপুল ও টটেনহাম হটস্পার্সের বিপক্ষে।
লিভারপুলের বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগে এক গোল করতে পারলেই তালিকার তৃতীয় স্থানে উঠে আসবেন লিওনেল মেসি। অবিশ্বাস্যকর এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছে আর্জেন্টাইন এই জাদুকর।
সারাবাংলা/এসএস