বার্সার দ্বিতীয় সারির দল হেরেছে দুই গোলে
৫ মে ২০১৯ ১০:৫৩ | আপডেট: ৫ মে ২০১৯ ১০:৫৯
লা লিগার শিরোপা নির্ধারিত হয়েছে কিছুদিন আগেই। তাই তো লা লিগার ম্যাচ গুলো বার্সেলোনার কাছে এখন নিয়মরক্ষার ম্যাচ। আর এ ম্যাচেই সেল্টা ভিগোর কাছে ২-০ গোলের ব্যবধানে হেরে বসলো কাতালানরা।
মেসি, সুয়ারেজ, পিকে স্টেগান সহ দলের গুরুত্বপূর্ণ সব ফুটবলারকে বিশ্রাম দিয়েছিলেন কোচ আর্নেস্টো ভালভার্দে। দ্বিতীয় সারির দল নিয়েই তাই সেল্টা ভিগোর আতিথ্য নেয় বার্সেলোনা।
কাতালানরা দ্বিতীয় সারির দল নিয়ে মাঠে নামলেও এক চুল ছাড় দেয়নি সেল্টা। পূর্ণ শক্তির দল নিয়ে বার্সার বিপক্ষে লড়াইয়ে নামে তারা। আর ম্যাচের শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে।
তবে সেল্টাকে গোল পেতে অপেক্ষা করতে হয় ম্যাচের ৬৭ মিনিট পর্যন্ত। ম্যাক্সিমিলিয়ানো গোমেজের গোলে ১-০ তে এগিয়ে যায় সেল্টা। আর ৮৮ মিনিটে ইয়াগো আসপাস পেনাল্টি থেকে গোল করে দলের জয় নিশ্চিত করে ।
ম্যাচের ছয় মিনিটের মাথায় হ্যামিস্ট্রিং ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন ফ্রেঞ্চ ফরোয়ার্ড ওসমান ডেমবেলে। কতদিন মাঠের বাইরে থাকতে হবে তা নিয়ে এখনো কোন সংবাদ জানায়নি বার্সার চিকিৎসকরা।
লিগ টেবিলে সেল্টার অবস্থান ৪০ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে।
সারাবাংলা/এসএস