Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ বছর পর মেসি-রোনালদোর একসাথে লিগ জয়


২৮ এপ্রিল ২০১৯ ১৪:১২ | আপডেট: ২৮ এপ্রিল ২০১৯ ১৪:২৩

রিয়াল-বার্সার প্রতিদ্বন্দ্বিতা প্রায় একশত বছরেরও বেশি। এই দু’দলে শত শত ফুটবলার এসেছেন যারা শুধু দলের ক্ষেত্রেই প্রতিপক্ষ নন। একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার ক্ষেত্রেও প্রতিদ্বন্দিতা করেছেন।

ক্রিস্টিয়ানো রোনালদো ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে যোগ দেন রিয়াল মাদ্রিদে। আর সে বছরই শেষ বারের মতো লিওনেল মেসির সাথে একই বছর লিগ শিরোপা জিতেছিলেন।

এরপর একই লিগে খেলার কারণে ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত ৯ মৌসুমে সম্ভব হয়নি দুই কিংবদন্তির একই মৌসুমে লিগ জেতা। তবে একজন অন্যজনকে ছাড়িয়ে যাওয়ার যে মধুর প্রতিদ্বন্দ্বিতায় মেতেছিলেন তা উপভোগ করেছে ফুটবল বিশ্ব।

লা লিগায় এক ম্যাচে মেসি গোল করলে অন্য ম্যাচে দেখা গেছে রোনালদোকে গোল করতে। এক ম্যাচে পর্তুগিজ তারকা হ্যাটট্রিক করলে অন্য ম্যাচে আর্জেন্টাইন জাদুকরও করছেন হ্যাটট্রিক। তবে একই লিগে খেলার কারণে এক মৌসুমে দু’জন কখনোই লিগ শিরোপা জয় করতে পারেননি।

তবে ২০১৮ সালে রিয়াল ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমান রোনালদো। আর ২০০৯ সালের পর এ মৌসুমেই প্রথমবারের মতো একসাথে লিগ শিরোপা উঁচু করে ধরলেন এই দুই কিংবদন্তি ফুটবলার।

শেষ ২০০৯ সালে লিওনেল মেসি বার্সার হয়ে আর রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে লিগ শিরোপা একই মৌসুমে জয়ের উল্লাস করেছিলেন। আর ১০ বছর পর আবারও এই উল্লাসে মাতলেন তারা।

সারাবাংলা/এসএস

জুভেন্টাস বার্সেলোনা মেসি-রোনালদো লিগ শিরোপা

বিজ্ঞাপন

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর