বিশ্বকাপে উড়ন্ত শুরুতে চোখ তামিমের
২৪ এপ্রিল ২০১৯ ১৬:০৩ | আপডেট: ১২ মে ২০১৯ ১৪:২৭
রানের হিসেবে বাংলাদেশে তিনিই নাম্বার ওয়ান। তিন ফরম্যাট মিলিয়ে সংখ্যাটি ১২ হাজার ৪০০। ওয়ানডেতে ৬ হাজার ৪৬০ রান। ২০০৭ সালে আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষিক্ত এই ওপেনারের নামের পাশে ১১টি সেঞ্চুরি। তিন-তিনটি বিশ্বকাপ ইতোমধ্যেই খেলেছেন। কদিন পরে চতুর্থটিও খেলবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য ওয়ানডে বিশ্বকাপে আজও একটি সেঞ্চুরির দেখা পাননি তামিম। বুঝতে পারছেন নিশ্চয়ই তামিম ইকবালের কথাই বলছি।
হ্যাঁ, লাল সবুজের সেই রানের রাজা যদি মনে করেন-কোনো ওয়ানডে বিশ্বকাপেই তো সেঞ্চুরি করতে পারিনি অতএব এবার আমাকে করতেই হবে। আমিই হবো দেশের হয়ে বিশ্বকাপের সেরা রান সংগ্রাহক। সংবাদমাধ্যমে তার এমন লক্ষ্যের কথা শুনে অনেকেই হয়তো বাহবা দেবেন।
কিন্তু, এমন অগ্রীম বাহবা নিতে মোটেই প্রস্তুত নন চট্টলার এই সন্তান। কেননা, টুর্নামেন্টের আগে তার এই প্রতিজ্ঞা বা লক্ষ্য বিশ্বকাপে নিজের ওপর বাড়তি চাপ তৈরি করবে, যা আখেরে ভালো কোনো ফল বয়ে আনবে না বলে মত তার। এটা নিয়ে একটি মজার তথ্যও তামিম দিয়ে রাখলেন। যতবারই কোনো কিছু নিয়ে দৃঢ় সংকল্প হয়েছেন ততবারই নাকি তা হাতছাড়া হয়েছে।
তামিম সংবাদমাধ্যমে জানালেন, ‘কোনো টার্গেট না, কোনো কিছু না। কারণ আমার কাছে মনে হয় যে আমি যখনই কোনো কিছু নিয়ে বেশি ভাবি, আমি তা অর্জন করতে পারি না। তাই আমি এটা নিয়ে খুব বেশি ভাবছি না। ওয়ানডে বিশ্বকাপে সেঞ্চুরি নাই, এই নাই, সেই নাই – আমি সবই জানি। এখন এটা তো আমি বদলাতে পারবো না। এই বিশ্বকাপে যদি আমি এটাই টার্গেট করে যাই যে একটা সেঞ্চুরি করতে হবে বা খুব রান করতে হবে, তাহলে আমি আসলে অপ্রয়োজনীয় চাপ নিবো আমার উপরে। আমি এটা চাই না।’
তাহলে তিনি কী করবেন? যেহেতু আলাউদ্দিনের যাদুর চেরাগ তার হাতে নেই তাই অলৌকিক কিছু করে দেখাতে পারবেন না। তবে যা করবেন সেটি দলের প্রয়োজনে এবং একজন সত্যিকারের ওপেনারের কাজ। কী সেটা? দলের পরিকল্পনানুযায়ী উড়ন্ত শুরু এনে দিয়ে ইনিংসকে শক্ত একটি গাঁথুনি দেওয়ার চেষ্টা করবেন তামিম। তাতে করে তার নিজের ইনিংসটি যেমন লম্বা হবে তেমনি দলও পাবে একটি সমৃদ্ধ সংগ্রহ। তখন রথ দেখার সাথে কলা বেচার কাজটিও অনায়াসেই হয়ে যাবে।
তামিম আরও জানালেন, ‘দল আমাকে যে দায়িত্ব দেবে, সেই ভূমিকাটা যদি আমি পালন করতে পারি, তাহলেই সুযোগ আসবে বড় ইনিংস খেলার। সবচাইতে গুরুত্বপূর্ণ হলো দলকে একটা ভালো শুরু এনে দেয়া এবং যে দায়িত্বটা দেয়া হয়েছে সেটা ভালোভাবে পালন করতে পারা।’
সারাবাংলা/এমআরএফ/এমআরপি
** আমার ব্যাটিং আমার কাছেই আছে: সৌম্য
ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ তামিম ইকবাল দেশসেরা ওপেনার বিশ্বকাপ সেঞ্চুরি