Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আট ম্যাচ পর একাদশে সাকিব


২৩ এপ্রিল ২০১৯ ২০:১২ | আপডেট: ২৩ এপ্রিল ২০১৯ ২০:১৩

ভারত থেকে দেশে ফেরার কথা থাকলেও সেখানে থেকে যান সাকিব আল হাসান। সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন চলে যাওয়ায় খেলার সম্ভাবনা বাড়ে সাকিবের। কিউই তারকার জায়গায় নিজেদের দশম ম্যাচে একাদশে সুযোগ পেলেন সাকিব।

দলীয় একাধিক সূত্রে জানা যায়, আত্মীয়ের মৃত্যুতে নিউজিল্যান্ড উড়ে গেছেন কেন উইলিয়ামসন। কিউই তারকা কেন উইলিয়ামসনের দলে ফেরার কথা ২৭ এপ্রিল। আইপিএলের প্রথম ম্যাচেও খেলা হয়নি উইলিয়ামসনের। কাঁধের ইনজুরির কারণে তার ছিটকে যাওয়ায় প্রথম ম্যাচটা খেলেছিলেন সাকিব। পরে উইলিয়ামসন যোগ দিলে সাকিবকে আর একাদশে দেখা যায়নি। টানা আট ম্যাচ দর্শক ছিলেন তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ এপ্রিল) চেন্নাই সুপার কিংসের বিপক্ষে তাই সাকিবের খেলার সুযোগ আসে। টস জিতে চেন্নাইয়ের দলপতি মহেন্দ্র সিং ধোনি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

দলের প্রথম ম্যাচে বল হাতে একটি উইকেট নিয়েছিলেন সাকিব। এরপর থেকে অবশ্য একাদশে থাকা হয়নি তার। মূলত কেন উইলিয়ামসন, ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো আর রশিদ খানদের জন্য সাকিবের নিয়মিত একাদশে থাকার সুযোগ হয়নি।

আজকের ম্যাচে হায়দ্রাবাদ চার বিদেশির কোটায় নামিয়েছে সাকিব, ওয়ার্নার, রশিদ খান এবং বেয়ারস্টোকে।

সারাবাংলা/এমআরপি

আইপিএল ২০১৯ সাকিব

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর