Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপের আগে আইপিএলে অধিনায়ক স্মিথ


২০ এপ্রিল ২০১৯ ১৬:৪৬ | আপডেট: ১২ মে ২০১৯ ১৪:৩০

বল টেম্পারিংয়ের জন্য গত এক বছর নিষিদ্ধ ছিলেন স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। গতবার তাদের দুজনকে খেলতে দেওয়া হয়নি আইপিএলের আসরে। গত বিপিএলে স্মিথ-ওয়ার্নার খেলেছেন। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দলপতি ছিলেন স্মিথ আর সিলেট সিক্সার্সের দলপতি ছিলেন ওয়ার্নার। ইনজুরির কারণে দুজনই আসর শেষের আগে চলে গিয়েছিলেন।

ইনজুরি থেকে সেরে উঠায় এবার নেমেছেন আইপিএলে। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডেও জায়গা করে নিয়েছেন স্মিথ-ওয়ার্নার। তবে, বিশ্বকাপে জাতীয় দলের নেতৃত্বভার পাননি সাবেক দলপতি স্মিথ। ইংল্যান্ড বিশ্বকাপে অজি দলকে নেতৃত্ব দেবেন অ্যারন ফিঞ্চ।

বিজ্ঞাপন

সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে খেলছেন ডেভিড ওয়ার্নার। এবার তাকে অধিনায়কত্ব দেওয়া হয়নি। আর রাজস্থান রয়েলসে খেলছেন স্মিথ। তাকেও অধিনায়ক করা হয়নি, খেলেছিলেন আজিঙ্কা রাহানের নেতৃত্বে। কিন্তু, শনিবার (২০ এপ্রিল) রাহানের জায়গায় দলপতি করা হয়েছে স্মিথকে। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নেমেছে রাজস্থান। তাতে টস করতে নেমেছেন স্মিথ।

এই মুহূর্তে পয়েন্ট টেবিলের তলানিতে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৮ ম্যাচের মাত্র দুটিতে জেতা রাজস্থান আছে সাত নম্বরে। প্লে-অফে যেতে হলে পরের ম্যাচগুলোতে জিততে হবে দলটিকে। এর মাঝেই দলের ক্যাপ্টেন্সিতে এলো পরিবর্তন। এদিকে, বিশ্বকাপের ভারতীয় স্কোয়াডে রাখা হয়নি রাহানেকে। এবার আইপিএলের দলের অধিনায়কত্বও হারালেন তিনি।

সারাবাংলা/এমআরপি

** স্মিথ-ওয়ার্নারকে নিয়েই অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

অস্ট্রেলিয়া আইপিএল ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ বিশ্বকাপ স্মিথ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর