Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাশরাফিদের বিশ্বকাপ দলে চমক থাকছেই


১০ এপ্রিল ২০১৯ ১৭:২৯ | আপডেট: ১২ মে ২০১৯ ১৪:৩২

বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াডে কি চমক থাকছে? অনেকেই বলছেন থাকছে। দেশের কয়েকটি সংবাদমাধ্যমতো ফলাও করে নামও পরিস্কার করে দিয়েছে। যেখানে উঠে আসে সম্প্রতি ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার ইয়াসির আলী চৌধুরীর নাম, আবার অনেক সংবাদমাধ্যম বলছে, তিনি থাকছেন না।

শুধু সংবাদমাধ্যমই কেন? ক্রিকেট পাগল দেশটির সাধারণ মানুষও এখন টাইগারদের বিশ্বকাপ দলের চমকের আলোচনায় মুখর। বিশ্বকাপ দলকে কেন্দ্র করে ঝড় উঠছে চায়ের কাপেও। ঠিক এই মুহূর্তে লাল সবুজের দলের চমক নিয়ে সরব হলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। একজন হোক কিংবা দুজন; মাশরাফিদের বিশ্বকাপ দলে চমক থাকছেই।

বিজ্ঞাপন

বুধবার (১০ এপ্রিল) হোম অব ক্রিকেট মিরপুরে নান্নু এই সম্ভাবনার কথা জানান, ‘এই মুহূর্তে এটা বলা মুশকিল, নতুন একজন নিচ্ছি কী না। এনিয়ে কিন্তু চিন্তাভাবনা চলছে, আলোচনা চলছে। দুই-এক দিনের মধ্যেই আমরা পুরো স্কোয়াডটাই রেডি করে ফেলব। কিছু চমক থাকতেও পারে, হয়তো একজন থাকতে পারে বা দুইজনও থাকতে পারে। আগে চূড়ান্ত করি স্কোয়াডটা,তারপরও আপনারা জানবেনই।’

বিশ্বকাপ মঞ্চে লড়াইয়ের দিকটি মাথায় রেখে নির্বাচকরা দল তৈরিতে প্রাধ্যান্য দিচ্ছেন প্লেয়ারদের ফর্ম। সাম্প্রতিক দ্বিপাক্ষিক সিরিজ ও ঢাকা প্রিমিয়ার লিগে খেলা জাতীয় দলের প্রতিটি সদস্যের পারফরম্যান্সই দেখছেন আতশী কাঁচের নিচে। দল নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে নান্নু, বাশারদের এই নজরদারী প্রিমিয়ার লিগের সুপার লিগের তিন রাউন্ড পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়ে রাখলেন এই টাইগার নির্বাচক প্রধান।

নান্নু যোগ করেন, ‘আমরা কিন্তু বিশ্বকাপ খেলতে যাচ্ছি, এটা অনেক বড় পরীক্ষা। অবশ্যই এটা এমন একটা মঞ্চ, বিশ্বের সবচাইতে সেরা মঞ্চ। সেই হিসেবে চিন্তা অবশ্যই থাকবে দল গঠন নিয়ে। কেমন করে দল, এটা নিয়ে কিন্তু সবসময় চিন্তা ভাবনা থাকবে। তারপরও বাইরের অনেক প্লেয়ারকে নিয়ে চিন্তা ভাবনার কারণ আছে। দেখা যাক, আগে সামনের সুপার লিগের ৩টা ম্যাচ শেষ হোক।’

বিজ্ঞাপন

নান্নু জানালেন, ‘ফর্ম অবশ্যই চিন্তার বিষয়। ক্রিকেটাররা যখনই যেই মঞ্চেই খেলতে যাক না কেন, বিশেষ করে বিশ্বকাপে যখন খেলতে যাবে, সবসময় কিন্তু একটা আত্মবিশ্বাসের মধ্যে থাকতে হবে। ব্যাটসম্যান কিংবা বোলার, সাথে যদি রান বা উইকেট থাকে, তাহলে কিন্তু প্লেয়ার ভালো পজিশনে থাকে। আমার বিশ্বাস যারা রানে নেই, যাদের নিয়ে ভাবছি তারা অবশ্যই রানে ফিরে আসবে। সামনে অনেক গুলো ম্যাচ আছে। সময় আছে বিশ্বকাপের আগে। একটা ম্যাচ ক্লিক করলেই ধারাবাহিকতা চলে আসবে।’

সবকিছু ঠিক থাকলে চলতি মাসের ১৮ তারিখে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার কথা জানালেন নান্নু, ‘সুপার লিগের তিন ম্যাচ হয়ে গেলেই কিন্তু আমরা নির্বাচন প্রক্রিয়াটা শেষ করব। তারপর ১৮ তারিখের দিকে আমরা দল ঘোষণা করব।’

সারাবাংলা/এমআরএফ/এমআরপি

** কে কবে বিশ্বকাপের দল ঘোষণা করবে?

ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ বাংলাদেশ দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর