Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়ক দুর্ঘটনায় আর্জেন্টিনার কোচ


৯ এপ্রিল ২০১৯ ১৯:৪৩ | আপডেট: ৯ এপ্রিল ২০১৯ ২০:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। দুর্ঘটনার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। আপাতত নিজের বাসায় বিশ্রামে আছেন ৪০ বছর বয়সী স্কালোনি।

মায়োর্কার ব্যালেরিক দ্বীপে বাই-সাইকেল নিয়ে বের হয়েছিলেন মেসি-আগুয়েরো-ডি মারিয়াদের কোচ স্কালোনি। এর সময় পেছন থেকে একটি গাড়ি তার বাই-সাইকেলে ধাক্কা দেয়।

শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেলে তাকে দ্রুতই মায়োর্কার সন এস্প্রেস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ভর্তিও করা হয় আর্জেন্টাইন কোচকে। কিছু পরীক্ষা-নিরিক্ষার পরে তাকে শঙ্কামুক্ত মন হলে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

বিজ্ঞাপন

হাসপাতাল সূত্র জানায়, খুব গুরুতর না হলেও স্কালোনির মুখ ও শরীরের অনেকটা জায়গা কেটে গেছে। কয়েকটি সেলাই দিতে হয়েছে। তবে, প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে, স্কালোনি টুইটারে সবাইকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘যত বার্তা আমি পেয়েছি তার জন্য অনেক অনেক ধন্যবাদ। মাত্র কয়েকটা সেলাই পড়েছে এবং আমি বাড়ি ফিরে এসেছি। সবাইকে ধন্যবাদ।’

সারাবাংলা/এমআরপি