Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইপিএলে চেন্নাইয়ের প্রথম হার


৪ এপ্রিল ২০১৯ ১৩:০৮ | আপডেট: ৪ এপ্রিল ২০১৯ ১৩:৪১

আইপিএলে চেন্নাই সুপার কিংসকে ৩৭ রানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আগে ব্যাট করে চেন্নাইকে ১৭১ রানের টার্গেট দেয় মুম্বাই। জবাবে ১৩৩ রান তুলতে সক্ষম হয় চেন্নাই।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে মুম্বাইকে ব্যাট করতে আমন্ত্রণ জানায় চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন দীপক চাহার। স্কোরবোর্ডে ৮ রান যোগ করতেই কুইন্টন ডি কককে ফেরান এই পেসার। আর নামের পাশে মাত্র ১৩ রান যোগ করার পর রোহিত শর্মাকে ফেরান রবীন্দ্র জাদেজা। এরপর সুর্য কুমার জাদবের ৫৯ আর ক্রুনাল পান্ডিয়ার ৪২ রানে ভর করে ১৭৭ রানের পুঁজি দাঁড় করায় মুম্বাই।

বিজ্ঞাপন

শেষ দিকে ৭ বলে কাইরন পোলার্ড ১৭ এবং ৮ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন হারদিক পান্ডিয়া। ডোয়াইন ব্রাভোর করা শেষ ওভারে তারা দুজন ‍তুলে নেন ২৯ রান।

১৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জেসন বেহেরনডর্ফ আর লাসিথ মালিঙ্গার দারুণ বোলিংয়ে ৩৩ রানে ৩ উইকেট হারায় চেন্নাই। এরপর কেদার জাদবের ব্যাটে জয়ের স্বপ্ন দেখতে থাকে চেন্নাই। তবে হার্দিক পান্ডিয়া এক ওভারে ধোনি আর রবীন্দ্র জাদেজাকে ফেরালে মুম্বাইয়ের জয় কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়।

মালিঙ্গা ৫৮ রান করা কেদার জাদবকে ফেরালে চেন্নাইয়ের জয়ের প্রদীপ নিভে যায়। শেষ পর্যন্ত ১৩৩ রান সংগ্রহ করে চেন্নাই।

পয়েন্ট টেবিলে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চেন্নাই। আর দুই জয়ে চার পয়েন্ট নিয়ে ছয় নম্বরে মুম্বাই।

সারাবাংলা/এসএস

আইপিএল চেন্নাই ধোনি মুম্বাই ইন্ডিয়ান্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর