Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে ছিটকে গেলেন পেরেরা


১১ মার্চ ২০১৯ ১৯:৪৬

।। স্পোর্টস ডেস্ক ।।

স্বাগতিক দক্ষিণ বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম তিনটিতে হেরে সিরিজ খুঁইয়েছে শ্রীলঙ্কা। তবে শেষ দুই ম্যাচের আগে নতুন চিন্তায় পড়েছে লঙ্কানরা। হ্যামস্ট্রিং চোটে পড়ে দল থেকে ছিটকে গেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান কুশল পেরেরা।

সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।

চলতি সিরিজের প্রথম দুই ম্যাচ মিলিয়ে ৪১ রান (৩৩, ৮) করেন কুশল। তবে শেষ ম্যাচে ব্যাট হাতে মাঠে নামা হয়নি তার। কিন্তু চতুর্থ ওয়ানডের আগে তাকে নিয়ে দুঃসংবাদ পেলো লঙ্কান সমর্থকরা।

তবে ইনজুরির কারণে ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে কুশলকে না পেলেও, প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে তাকে পাওয়া নিয়ে আশা জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

অন্যদিকে, সিরিজের বাকি দুই ম্যাচে লঙ্কানদের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা দলে ফিরেছেন ডানহাতি হাশিম আমলা ও এইডেন মার্করাম। তাদের সঙ্গে দলে জায়গা করে নিয়েছেন জেপি ডুমিনিও।

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ দুই ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা দল :

ফাফ ডু প্লেসিস, হাশিম আমলা, কুইন্টন ডি কক, জেপি ডুমিনি, ইমরান তাহির, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, অ্যানরিচ নর্টজে, আন্দিলে ফেলকায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাডা, তাবরিজ শামসি, ডেল স্টেইন ও রাসি ভান ডার ডসন।

সারাবাংলা/এসএন

ওয়ানডে দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর