Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই নাঈমের ব্যাটে জিতলো রূপগঞ্জ


১১ মার্চ ২০১৯ ১৭:৫৩ | আপডেট: ১১ মার্চ ২০১৯ ২০:১২

।। স্পোর্টস ডেস্ক ।।

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলতি মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। সোমবার (১১ মার্চ) আসরের নবম ও নিজেদের দ্বিতীয় ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ২৩ রানের জয় পেয়েছে রূপগঞ্জ।

সাভারে বিকেএসপির ৩ নম্বর মাঠে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন শাইনপুকুরের অধিনায়ক আফিফ হোসেন। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৫৭ রান তোলে রূপগঞ্জ।

দলের বড় সংগ্রহের দিনে শতক তুলে নেন মোহাম্মদ নাঈম (১২২) ও অধিনায়ক নাঈম ইসলাম (১০৮)। এছাড়াও আজমির আহমেদ ৪৮, রিশি ধাওয়ান ৩২, মুক্তার আলী ১৩ ও আসিফ আহমেদ ১১ রান করেন।

শাইনপুকুরের হয়ে দুটি করে উইকেট পান সুজন হাওলাদার, দেলোয়ার হোসেন ও হামিদুল ইসলাম। আর একটি উইকেট নেন সাব্বির হোসেন।

রূপগঞ্জের দেওয়া ৩৫৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে ৩৩৪ রান তুলতেই সবকটি উইকেট হারায় শাইনপুকুর। দলের পক্ষে সর্বোচ্চ ১০০ রানের ইনিংস খেলেন সাব্বির হোসেন। তৌহিদ হৃদয় করেন ৮৩ রান। এছাড়াও সোহরাওয়ার্দী শুভ ৩৪, উদয় কৌল ২৯, সুজন হালদার ২২ রান করেন।

রূপগঞ্জের হয়ে নাবিল সামাদ সর্বোচ্চ ৩টি উইকেট নেন। আসিফ হাসান নেন ২টি উইকেট। আর ১টি করে উইকেট পান মোহাম্মদ শহীদ, রিশি ধাওয়ান ও মুক্তার আলী।

ম্যাচসেরার পুরস্কার আসে মোহাম্মদ নাঈমের হাতে।

সারাবাংলা/এসএন

ডিপিএল লিজেন্ডস অব রূপগঞ্জ শাইনপুকুর ক্রিকেট ক্লাব

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর